MP Biplab Kumar Deb
দিল্লীর মন্ত্রী সভায় স্থান পেলেন না বিপ্লব কুমার দেব। রেকর্ড সংখ্যক ভোটে বিজিত ত্রিপুরার পশ্চিম আসনের সাংসদ বিপ্লব কুমার দেব কে দেওয়া হল না কোনো মন্ত্রী পদের দায়িত্ব, এখন অব্দি দিল্লী সুত্রে এমনটাই খবর।
সদ্য প্রকাশিত ২০২৪ এর লোকসভা নির্বাচনের ফলাফলে বিজেপির ঘরে ত্রিপুরা থেকেও পৌঁছে গেছে দুটি পদ্ম ফুল। যেমনটা নেতৃত্বরা আশ্বাস দিয়েছিলেন ঠিক সেভাবেই কথা রেখেছেন রাজ্য বিজেপি নেতৃত্ব।
বিরোধী শিবিরের পক্ষ থেকে ভোট প্রহসন, ছাপ্পা ভোট, ভোট চুরির অজস্র অভিযোগ উঠেছে পূর্ব ও পশ্চিম উভয় আসনেই। এর মধ্যে দিয়েই ৫ লক্ষাধিক ভোটের মার্জিনে জয়ী হয়েছেন পশ্চিম আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। প্রায় ৭ লক্ষাধিক ভোট পেয়েছেন তিনি।
এর আগে এই আসনে দীর্ঘ ৫ বছর সাংসদ ছিলেন প্রতিমা ভৌমিক । এমনকি উনি ক্যাবিনেট মন্ত্রী সভায় প্রতিমন্ত্রী হিসেবে ও নিযুক্ত হয়েছিলেন। কিন্তু বর্তমানে পশ্চিম ত্রিপুরা আসন থেকে রেকর্ড ভোটে জয়লাভ করার পরেও মন্ত্রী সভায় জায়গা হচ্ছে না বিপ্লব কুমার দেব এর।
উল্লেখ্য, ২০১৮ তে রাজ্যে বিপ্লব কুমার দেব এর হাত ধরেই পরিবর্তনের জোয়ার আসে। আর তার ঠিক ৪ বছর অতিক্রান্ত হতেই কেন্দ্রীয় নির্দেশে নিজের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে হয় উনাকে। কেন সেই ইস্তফা দিতে হয়েছিল বিপ্লব কুমার দেব কে তার পেছনের রহস্য আজো অপ্রকাশিত। তবে এবার পশ্চিম আসনে বিপ্লব কুমার দেব এর নাম ঘোষিত হবার পর তার অনুরাগিদের মধ্যে ব্যপক আনন্দ উচ্ছ্বাস ছড়িয়ে পরে। এমন বিশাল মার্জিন এর ভোটে জয়ী হবার পর অন্তত পক্ষে কেন্দ্রের একটি মন্ত্রিত্ব পদের আশা তো উনিও রেখেছেন নিশ্চিত। কিন্তু না, এমনটা হচ্ছে না।
এমনি তেই বিজেপি এবং এনডিএ জোট শিবিরে বর্তমানে মন্ত্রিত্ব বণ্টন নিয়ে চাপা উত্তেজনা চলছে। সে জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতির নিরিখে এবার ত্রিপুরা থেকে কোনো সাংসদ কে মন্ত্রিত্বের দায়িত্ব দেওয়া হতে পারে বলেও আশা রাখা দুর্লভ বিষয়। তবে এর আগে পশ্চিম আসনের সাংসদ প্রতিমা ভৌমিক বরাবরই রাজ্যের প্রথম মহিলা সাংসদ যিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এখনো পর্যন্ত যতটা খবর রয়েছে তাতে করে বিপ্লব দেব এর কেন্দ্রীয় মন্ত্রিত্ব পাওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে আগামী দিনে কেন্দ্রের এনডিএ জোট সরকার এই বিষয়ে কোনো চিন্তা ভাবনা করেন কি না সেটা সম্পূর্ণই সময় সাপেক্ষ বিষয়।