Chandra Kumar Bose : এবার নাগরিত্বের প্রমান দিতে হবে খোদ নেতাজীর বংশ ধর কে। এসআইআর করতে গিয়ে এমনি নোটিশ পাঠানো হয়েছে নেতাজি সুভাষ এর প্রপৌত্র চন্দ্র বসু কে। যারা ভারত স্বাধীন করলেন তাদের বংস ধর দের কেই নাকি এখন ভারতীয় হবার প্রমান দিতে হচ্ছে। এই চিত্র দেখে রীতিমত ক্ষোভে ফুসছেন এখন বাঙালি সহ গোটা দেশের মানুষ। ভরসা হারাচ্ছে নির্বাচন কমিশন ও বিজেপি সরকার।
২০২৫ এর শেষ দিক থেকেই দেশের বিভিন্ন রাজ্যের সাথে পশ্চিম বঙ্গে ও শুরু হয়েছে এসআইআর। তাতেই বঙ্গের গন্য মান্য ব্যক্তি বর্গের নামে নোটিশ ইস্যু হয়েছে। তবে সব কিছুর মাত্রা ছারিয়ে এবার কিনা খোদ নেতাজী সুভাশ চন্দ্র বসুর বংশ ধর দের কে নোটিশ পাঠানো হয়েছে। তার প্রপৌত্র চন্দ্র বসু কে নোটিশ পাঠিয়ে এসআইআর এর শুনানিতে ডাকা হয়েছে। আর সেই নোটিশ হাতে পেয়েই ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে।
নেতাজী, ভারতের স্বাধীনতা সংগ্রামে জিনি শীর্ষ স্তরের নেতৃত্ব , যার ত্যাগ মহত্ম ও আদর্শের কথা গোটা ভারত সহ বিদেশে ও আলোচিত এবং প্রশংসিত তার বংশ ধরেরা ভারতীয় কিনা – এই প্রশ্ন তোলাটাই যেন হাস্যকর হয়ে উঠেছে অনেকের কাছে।
চন্দ্র বসুর নামে এই নোটিশ আসা মাত্রই চারিদিকে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আম জনতার তোপের মুখে পরতে হচ্ছে ভারতের নির্বাচন কমিশন কে। পরিস্থিতি বেগতিক দেখে এই নিয়ে কমিশন ও একটি স্পষ্টীকরণ ইতিমধ্যেই জারি করেছেন। যাতে তাড়া বলছেন, যে চন্দ্র কুমার বসু উনার এন্যুমারেশান ফর্ম এর একটি কলাম পুরন করেন নি। তাই তাকে নোটিশ ইস্যু করা হয়েছে।
উল্লেখ্য, পশ্চিম বঙ্গে আর কিছু সময়ের মধ্যেই হতে চলেছে বিধানসভা নির্বাচন। তার আগ মুহূর্তে তড়িঘড়ি এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করাতে চাইছে নির্বাচন কমিশন। এই অবস্থায় বঙ্গের বিশিষ্ট জন দের কে এসআইআর এর নোটিশ পাঠিয়ে শুনানিতে ডেকে ভারতের নির্বাচন কমিশনেরই এখন লেযে গবরে অবস্থা। এধরনের ঘটনায় জনমনে কমিশন কে নিয়ে তীব্র ক্ষোভ সঞ্চার করছে। যার প্রভাব ভোট বাক্সে ও পরবে বলেই মনে করছেন বিশ্লেষকেরা।



