খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 24 January 2026 - 10:45 PM
শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ - ১০:৪৫ অপরাহ্ণ

Jatrapur PS News : যাত্রাপুর থানা পুলিশের গাঁজা বিরোধী অভিযানে, ২ লাখ ২৫ হাজার গাঁজা ধ্বংস

Jatrapur PS News
1 minute read

Jatrapur PS News : গাঁজা বানিজ্যে ফুল স্টপ বসাতে ততপর রাজ্য পুলিশ প্রশাসন। তার মধ্যে যাত্রাপুর থানার পুলিশ ইদানিং কালে ব্যাপক হারে সাফল্য পেয়েছে এই গাঁজা বিরোধী অভিযানে। একের পর এক অভিযান চালানোর পর শনিবার সকালে ও গাঁজা গাছ কেটে ধ্বংস করে দিল পুলিশ টিএসআর এর যৌথ বাহিনি।

মাঝে যদিও সপ্তাহ ব্যাপী কোথাও তেমন ভাবে গাঁজা বিরোধী অভিযান চলেনি। তবে একটা সাময়িক বিরতির পর আবারো কোমর বেঁধে অভিযানে নেমেছে পুলিশ। আর তাতেই এবার এক যোগে ২ লক্ষাধিক গাঁজা গাছ কেটে ধ্বংস করে দিয়েছে যাত্রাপুর থানার পুলিশ ও টি এসআর এর যৌথ বাহিনী।

শনিবার সকাল আটটার দিকে পুলিশ জোয়ানদের নিয়ে যৌথভাবে অভিযান শুরু করে দুটি স্থানে। একটি ছিল থলিবাড়ি এডিসি ভিলেজের ১ নং ওয়ার্ডের বালুছড়া এবং অপরটি ছিল মাতাম্বাড়ির জঙ্গল এলাকা। বেলা ১১ টায় গাঁজা বাগান কাটিং করে ফিরে আসেন পুলিশ প্রশাসনের গোটা টিম।

সেখান থেকে ফিরে আসার পর একান্ত সাক্ষাতে ওসি সিতি কন্ঠ বর্ধন জানান, তিন বাহিনী মিলিয়ে ১৫০ জন জোয়ান ছিল এদিনের অভিযানে । গোটা এলাকা মিলিয়ে প্রায় ২ লাখ ২৫ হাজার গাঁজা গাছ ধংস করা হয়েছে।

গোপন খবর পেলে এই জাতীয় অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি । তার কারণ আরক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশকে মান্যতা দিয়েই এই অভিযান অব্যাহত রাখবেন তারা। এমনটাই বার্তা দিয়েছেন ওসি।

For All Latest Updates

ভিডিও