Tribal Welfare Scholarship : স্কলারশিপ প্রদান নিয়ে ফের বিতর্কে জড়াল ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তর। দীর্ঘদিন ধরে স্কলারশিপের টাকা না পাওয়ার অভিযোগ তুলে শুক্রবার দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হলেন একাধিক শিক্ষার্থী। ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দপ্তরের ফটকে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, একাধিকবার আবেদন ও প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরও স্কলারশিপের অর্থ দেওয়া হয়নি। তাদের আরও দাবি, দপ্তরের ডাইরেক্টর নাকি সাফ জানিয়ে দিয়েছেন যে এবার আর স্কলারশিপের টাকা দেওয়া হবে না। এই বিষয়ে প্রশ্ন করা হলে ডাইরেক্টর ও জয়েন্ট ডাইরেক্টরের কাছ থেকে দুর্ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ ওঠে।
এদিকে, রাজ্যের ট্রাইবেল ওয়েলফেয়ার মন্ত্রী বিকাশ দেববর্মা একাধিকবার আশ্বাস দিয়েছেন যে খুব শীঘ্রই বকেয়া স্কলারশিপের টাকা মিটিয়ে দেওয়া হবে। তবে শিক্ষার্থীদের দাবি, এই আশ্বাস বাস্তবে রূপ পায়নি। ফলে মন্ত্রীর বক্তব্য নিয়েও সন্দেহ প্রকাশ করছেন তারা।
এক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, মন্ত্রী নিজেই নাকি স্বীকার করেছেন যে ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তরের টাকা নয়ছয় হয়। শিক্ষার্থীর বক্তব্য অনুযায়ী, মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি হাসতে হাসতে বলেন যে দপ্তরের টাকা খাওয়া হয়। যদিও এই অভিযোগের কোনও সরকারি স্বীকৃতি মেলেনি।
শিক্ষার্থীদের আরও দাবি, তাদের সমস্ত নথি বৈধ। কলেজের প্রিন্সিপাল নিজে এসে কাগজপত্র যাচাই করেছেন, রেজিস্টার ও অ্যাটেনডেন্সও দেখানো হয়েছে। এমনকি স্কলারশিপের টাকা ইতিমধ্যেই স্যানশন হয়েছে বলেও তারা জানান। কারও ক্ষেত্রে ৬৮ হাজার, আবার কারও ক্ষেত্রে ৭২ হাজার টাকা অনুমোদন হলেও এখনও সেই অর্থ হাতে পাননি শিক্ষার্থীরা।
সব মিলিয়ে, দপ্তরের আধিকারিকদের ভূমিকা ও সরকারের আশ্বাস নিয়ে চরম অসন্তোষে ভুগছেন শিক্ষার্থীরা। দ্রুত সমস্যার সমাধান না হলে আন্দোলন আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।



