Bisramganj Road Block : অবশেষে দীর্ঘ ৭ ঘণ্টা পর প্রত্যাহার করা হলো আগরতলা–সাব্রুম জাতীয় সড়কের অবরোধ। মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৫ মিনিট পর্যন্ত সিভিল সোসাইটির ডাকে এডিসি এলাকার বাসিন্দারা বিশ্রামগঞ্জ সংলগ্ন অংশে জাতীয় সড়ক অবরোধ করে রাখেন। ফলে সড়কের দু’পাশে শত শত যানবাহন আটকে পড়ে এবং ব্যাপক দুর্ভোগের মুখে পড়েন সাধারণ যাত্রীরা।
অবরোধের জেরে অফিসযাত্রী, স্কুল-কলেজ পড়ুয়া, রোগীসহ বিভিন্ন শ্রেণির মানুষ সমস্যায় পড়েন। এম্বুলেন্স চলাচলেও ব্যাঘাত ঘটেছে বলে অভিযোগ উঠে আসে, যদিও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয় জরুরি পরিষেবার জন্য বিকল্প ব্যবস্থা রাখা হয়েছিল।
জানা যায়, বিশ্রামগঞ্জ এলাকাকে নগর পঞ্চায়েতের আওতায় আনার ডিমার্কেশন প্রক্রিয়ায় এডিসি এলাকার কিছু অংশ অন্তর্ভুক্ত হওয়ায় আপত্তি জানান স্থানীয় বাসিন্দারা। ওই অংশগুলোকে নগর পঞ্চায়েত এলাকা থেকে বাদ দেওয়ার দাবিতেই এই পথ অবরোধ কর্মসূচি নেওয়া হয়।
খবর পেয়ে জেলা প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে একাধিক দফায় আলোচনা করেন। দীর্ঘ আলোচনার পর উভয় পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় অবশেষে অবরোধ প্রত্যাহার করা হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে বিধায়ক রঞ্জিত দেববর্মা জানান, সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে একটি কমিটি গঠন করা হবে। ওই কমিটিতে এমডিসি এবং সংশ্লিষ্ট এলাকার বিধায়ককে অন্তর্ভুক্ত করা হবে। তিনি জেলা শাসককে ধন্যবাদ জানিয়ে বলেন, দাবি পূরণের বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
এদিকে, বিশালগড়ের এসডিপিও zবিকাশ চৌরসিয়া জানান, অবরোধটি শান্তিপূর্ণ ছিল এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে এবং বিকল্প রুটের মাধ্যমে জরুরি যান চলাচল নিশ্চিত করার চেষ্টা করা হয়। তবে তিনি সাধারণ মানুষের দুর্ভোগের কথা স্বীকার করে বলেন, দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ ও বিকল্প পথ অবলম্বন করা উচিত।



