Biggest Bus Accident : চড়িলামে নতুন বছরের শুরুতেই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। বুধবার সকালে আগরতলা–সাব্রুম জাতীয় সড়কে চড়িলাম এলাকায় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে দুটি যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় নারী, শিশু ও বৃদ্ধসহ বহু যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুটি বাসই অতিরিক্ত গতিতে চলছিল। একে অপরকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ ঘটে।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও পুলিশ দ্রুত উদ্ধার কাজে নেমে পড়ে। আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েকজন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।
দুর্ঘটনাগ্রস্ত বাস দুটির নম্বর যথাক্রমে TR01J3166 এবং TR07 1239 বলে জানা গেছে। সংঘর্ষের পর দীর্ঘ সময় ধরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়।
উল্লেখযোগ্য বিষয় হলো, আগরতলা থেকে উদয়পুর, মাতাবাড়ি, বিলোনিয়া, সোনামুড়া ও সাব্রুমগামী রুটে যাত্রীবাহী বাসগুলোর বেপরোয়া গতি দীর্ঘদিন ধরেই স্থানীয়দের জন্য উদ্বেগের কারণ। অতিরিক্ত গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ের ফলে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। এই বিষয়ে একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ।
স্থানীয়দের মতে, নিয়মিত নজরদারি, গতি নিয়ন্ত্রণ ও কঠোর আইন প্রয়োগ না হলে ভবিষ্যতে এমন দুর্ঘটনা আরও ঘটতে পারে। আজকের এই মর্মান্তিক ঘটনা ফের একবার সড়ক নিরাপত্তা ও প্রশাসনিক তৎপরতার প্রয়োজনীয়তাকে সামনে নিয়ে এলো।



