খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 24 January 2026 - 09:32 PM
শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ - ০৯:৩২ অপরাহ্ণ

Anzel Chakma TISF : জাতিগত বিদ্বেষের বলি ত্রিপুরার ছাত্র এঞ্জেল চাকমা, ন্যায়বিচারের দাবিতে মোমবাতি মিছিল

Anzel Chakma TISF
1 minute read

Anzel Chakma TISF : জাতিগত বিদ্বেষের নির্মম শিকার হলেন ত্রিপুরার ২৪ বছর বয়সী ছাত্র এঞ্জেল চাকমা। উচ্চশিক্ষার উদ্দেশ্যে উত্তরাখণ্ডের দেরাদুনে বসবাস করছিলেন তিনি। গত ৯ই ডিসেম্বর স্থানীয় কয়েকজন যুবক এঞ্জেলের জাতিগত পরিচয়কে কেন্দ্র করে কটূক্তি ও অপমানজনক মন্তব্য করলে তিনি তার প্রতিবাদ জানান। সেই প্রতিবাদের জেরেই ধারালো অস্ত্র দিয়ে তার ওপর নৃশংস হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় দীর্ঘ প্রায় ১৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে শেষ পর্যন্ত হাসপাতালে মারা যান এঞ্জেল চাকমা।

এঞ্জেলের মৃত্যুর খবর রাজ্যে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে তার পরিবার, আত্মীয়-পরিজন ও সহপাঠীদের মধ্যে। মরদেহ ত্রিপুরায় আনা হলে কান্নায় ভেঙে পড়েন সবাই। এই ঘটনার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার ত্রিপুরা ইন্ডিজিনিয়াস স্টুডেন্ট ফেডারেশন (TISF)-এর উদ্যোগে এক মোমবাতি মিছিল অনুষ্ঠিত হয়। আগরতলার আস্তাবল ময়দান থেকে শুরু হওয়া এই মিছিলে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

এদিন টিআইএসএফ নেতৃত্ব জানান, এঞ্জেল চাকমাকে ‘চাইনিজ’, ‘চিঙ্কি’ ইত্যাদি বর্ণবিদ্বেষমূলক ভাষায় অপমান করা হয়েছিল। তারা জোর দিয়ে বলেন, এঞ্জেল একজন ভারতীয় নাগরিক ছিলেন এবং এই ধরনের রেসিজম কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। সংগঠনের বক্তব্য, উত্তর-পূর্ব ভারতের মানুষদের বারবার আলাদা চোখে দেখা হয়, যা দেশের ঐক্য ও মানবিকতার পরিপন্থী।

নেতৃত্ব আরও বলেন, এই ঘটনা শুধু একজন ছাত্রের মৃত্যু নয়, বরং মানবতার উপর আঘাত। জাতিগত বিদ্বেষ আজ ভারতের বুকে ভাইরাসের মতো ছড়িয়ে পড়ছে, যা সমাজকে ধীরে ধীরে গ্রাস করছে। তারা সরকারের কাছে দ্রুত ও কঠোর বিচার প্রক্রিয়ার মাধ্যমে দোষীদের শাস্তির দাবি জানান এবং সকল নাগরিককে একত্রিত হয়ে এই ধরনের ঘৃণার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

একজন ভারতীয় নাগরিককে তার জাতিগত পরিচয়ের কারণে প্রাণ দিতে হওয়া গণতন্ত্র ও মানবিক মূল্যবোধের জন্য গভীরভাবে উদ্বেগজনক। তাই এই ঘটনার নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করা একান্ত জরুরি। একই সঙ্গে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে জাতিগত বিদ্বেষের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনও এঞ্জেল চাকমাকে এইভাবে প্রাণ হারাতে না হয় এবং মানবতা তার মর্যাদা ফিরে পায়।

For All Latest Updates

ভিডিও