Churaibari Churi News : পূর্ব চুরাইবাড়ি এলাকায় ফের দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। চোরের দল ফাঁকা বাড়িকে টার্গেট করে সোনা-গয়না ও নগদ অর্থসহ প্রায় দুই লক্ষ টাকার সম্পত্তি লুট করে নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকাজুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা রাত্রীকালীন পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন।
ঘটনাটি ঘটেছে চুরাইবাড়ি থানাধীন পূর্ব চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ড এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ ওই এলাকার বাসিন্দা নীতিশ দাস ও তাঁর স্ত্রী পাপিয়া দাস জরুরি প্রয়োজনে পার্শ্ববর্তী এলাকায় যান। যাওয়ার আগে তাঁরা বাড়ির তিনটি ঘরে তালা লাগিয়ে বেরিয়ে পড়েন।
এই সুযোগকেই কাজে লাগায় চোরের দল। অভিযোগ, পরিবারের অনুপস্থিতির সময় চোরেরা তালা ভেঙে বাড়ির ভিতরে প্রবেশ করে। প্রায় রাত আটটা নাগাদ বাড়িতে ফিরে এসে গৃহবধূ পাপিয়া দাস দেখেন তিনটি ঘরের দরজার তালা ভাঙা এবং ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে।
পরিবারের দাবি অনুযায়ী, চোরেরা প্রায় ৩০ হাজার টাকা নগদ, সোনা-গয়না সহ একাধিক মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়েছে। ঘটনার খবর পেয়ে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে বিষয়টি চুরাইবাড়ি থানায় জানানো হয়।
ক্ষতিগ্রস্ত পরিবার প্রশাসনের কাছে দ্রুত চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের পাশাপাশি দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে এলাকাবাসীর একাংশ অভিযোগ তুলেছেন, নিয়মিত পুলিশি টহলের অভাবেই এই ধরনের ঘটনা বেড়ে চলেছে।
এই দুঃসাহসিক চুরির ঘটনায় পূর্ব চুরাইবাড়ি এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। দিনের আলো থাকলেও ফাঁকা বাড়িতে চুরির ঘটনা প্রমাণ করে যে চোরচক্র কতটা সক্রিয় হয়ে উঠেছে। দ্রুত ও কার্যকর তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা প্রশাসনের কাছে এখন সময়ের দাবি।
পাশাপাশি, ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে এলাকায় নিয়মিত পুলিশি টহল ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা একান্ত প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।



