Santirbazar Road News : বাইখোড়া পূর্ত দপ্তরের অধীনে বেতাগা এলাকায় নির্মীয়মাণ একটি দীর্ঘ ব্রিক সলিং রাস্তা নিয়ে গুরুতর দুর্নীতির অভিযোগ উঠে আসছে স্থানীয় মহল থেকে। স্থানীয়দের অভিযোগ, জোলাইবাড়ী ব্লকের চেয়ারম্যান তাপস দত্ত নিয়মিতভাবে বাইখোড়া পূর্ত দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ থেকে অর্থ সংগ্রহ করেন। প্রতিটি কাজের বিনিময়ে ঠিকাদারদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ দীর্ঘদিনের বলে দাবি স্থানীয়দের।
অভিযোগ অনুযায়ী, এই অর্থ আদায়ের ফলেই সংশ্লিষ্ট ঠিকাদাররা নির্বিঘ্নে নিম্নমানের কাজ করে যাচ্ছেন। এরই বাস্তব চিত্র উঠে এসেছে বেতাগা বিকর্ন বৈদ্যপাড়ায়। রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের আওতায় বেতাগা বিকর্ন বৈদ্যপাড়া এলাকায় জাতীয় সড়ক থেকে বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত একটি ব্রিক সলিং রাস্তা নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, অমরপুরের অজয় ঘোষ নামে এক ঠিকাদার এই নির্মাণ কাজের দায়িত্ব নেন। কিন্তু কাজ শুরুর পর থেকেই রাস্তার গুণগত মান নিয়ে প্রশ্ন উঠতে থাকে। স্থানীয়দের অভিযোগ, অত্যন্ত নিম্নমানের ইট ব্যবহার করে তড়িঘড়ি রাস্তা নির্মাণ করা হচ্ছে। এমনকি রাস্তায় একটি গাড়ি উঠলেই ইট সরে গিয়ে রাস্তা ভেঙে পড়ছে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, বাইখোড়া পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার ও সংশ্লিষ্ট আধিকারিকরা বিষয়টি সম্পর্কে অবগত থাকলেও তাঁরা কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করছেন বলে অভিযোগ। এই নীরবতা ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে স্থানীয় মহলে।
নিম্নমানের কাজের ফলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ক্ষুব্ধ স্থানীয় মানুষজন ইতিমধ্যেই প্রতিবাদে নেমেছেন। তাঁদের দাবি, অবিলম্বে নিম্নমানের কাজ বন্ধ করে গুণগত মান বজায় রেখে নতুন করে রাস্তা নির্মাণ করতে হবে। পাশাপাশি পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ারও দাবি তুলেছেন তাঁরা।
এখন দেখার বিষয়, প্রশাসন এই অভিযোগের প্রেক্ষিতে কী পদক্ষেপ নেয় এবং সাধারণ মানুষের দাবির কতটা গুরুত্ব দেওয়া হয়।



