খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 24 January 2026 - 09:29 PM
শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ - ০৯:২৯ অপরাহ্ণ

Bishwa Bandhu Sen : প্রয়াত বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের মৃত্যুতে শোকপ্রকাশ বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর

Bishwa Bandhu Sen
1 minute read

Bishwa Bandhu Sen : ত্রিপুরা বিধানসভার মাননীয় অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এক শোকবার্তায় তিনি বলেন, এই খবর অত্যন্ত বেদনাদায়ক এবং মর্মান্তিক।

জিতেন্দ্র চৌধুরী জানান, আজ ভোরে বিশ্ববন্ধু সেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উল্লেখ্য, কিছুদিন আগে ট্রেনে করে ধর্মনগর যাওয়ার পথে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বিরোধী দলনেতা বলেন, “আমি ব্যক্তিগতভাবে, আমাদের সিপিআই(এম) দলের সমস্ত বিধায়ক এবং ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পক্ষ থেকে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।”

তিনি আরও বলেন, রাজনৈতিক জীবনে তাঁদের অবস্থান ছিল ভিন্ন শিবিরে। একসময় বিশ্ববন্ধু সেন কংগ্রেসে থাকাকালীন বিধায়ক ছিলেন এবং পরে বিজেপিতে যোগ দেন। মতাদর্শগত ও রাজনৈতিক প্রশ্নে বিধানসভায় বহুবার তর্ক-বিতর্ক হলেও, তা কখনও ব্যক্তিগত সম্পর্কে প্রভাব ফেলেনি। ব্যক্তিগতভাবে বিশ্ববন্ধু সেন ছিলেন অত্যন্ত সৌজন্যপূর্ণ ও সদ্ভাবাপন্ন মানুষ।

জিতেন্দ্র চৌধুরী বলেন, অধ্যক্ষ হিসেবে সকল পক্ষকে সমানভাবে সন্তুষ্ট করা সম্ভব না হলেও, তিনি তাঁর দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ ছিল না, কিন্তু তাঁর আকস্মিক প্রয়াণ রাজনৈতিক মহলে এক অপূরণীয় শূন্যতা তৈরি করল।

শেষে তিনি আবারও প্রয়াত অধ্যক্ষের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর পরিবার ও দলবলকে এই কঠিন সময়ে ধৈর্য ধরার আহ্বান জানান।

For All Latest Updates

ভিডিও