Dhalai Masjit Attacked : ত্রিপুরার ধলাই জেলার মনু-ছাও মনু সড়কের পাশে অবস্থিত ময়নামা জামে মসজিদে এক চাঞ্চল্যকর ঘটনার অভিযোগ সামনে এসেছে। স্থানীয় সূত্রে জানা যায়, দুষ্কৃতিকারীরা মসজিদ প্রাঙ্গণে মদের বোতল ফেলে রেখে অগ্নিসংযোগের চেষ্টা চালায়। পরে সেখানে একটি বজরং দলের পতাকা লাগানো হয়, যার মাধ্যমে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টির অপচেষ্টা করা হয়েছে বলে অভিযোগ।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। তবে স্থানীয়দের সংযম ও প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
এ বিষয়ে ত্রিপুরা ইমাম কমিটির পক্ষ থেকে প্রশাসনের কাছে বিনম্র আবেদন জানানো হয়েছে, যাতে ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করা হয় এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।
এছারা একটি সাদা কাগজে লিখিত রুপে পাওয়া গেছে যাতে হুমকি দেওয়া হয়েছে কড়া ভাষায়। আবার সেই কাগজে জয় শ্রী রাম ও লেখা আছে। এর পেছনে কোনো বড় চক্রান্ত আছে কিনা সেই নিয়ে সংশয় দেখা দিচ্ছে। অন্যদিকে মসজিদে আক্রমন চালানোর ঘটনায় স্থানীয় দের মধ্যে আতংকের ছাপ রয়ে গেছে।
ইমাম কমিটি শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে সকলকে গুজব থেকে বিরত থাকার অনুরোধ করেছে। প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনার তদন্ত করা হয় কিনা সেটাই দেখার বিষয়।



