খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 24 January 2026 - 09:15 PM
শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ - ০৯:১৫ অপরাহ্ণ

CPIM Protest Agartala : বি ভি-জি রাম জি আইন প্রত্যাহারের দাবিতে রাজধানীর রাজপথে বামপন্থীদের বিক্ষোভ

CPIM Protest Agartala
1 minute read

CPIM Protest Agartala : রেগা বাতিল করে প্রণীত শ্রমজীবী মানুষের স্বার্থবিরোধী ‘বি ভি-জি রাম জি’ আইন অবিলম্বে প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার রাজধানীর রাজপথে বিক্ষোভ মিছিল সংগঠিত করল বামপন্থী দলগুলি। মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিআই(এম) রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী-সহ বাম নেতৃত্বের একাধিক শীর্ষ নেতা।

এদিনের বিক্ষোভ সভায় বক্তব্য রাখতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী বলেন, রেগা শুধু একটি কর্মসংস্থান প্রকল্প নয়, এটি গ্রামীণ ভারতের অর্থনৈতিক ও সামাজিক পুনর্গঠনের অন্যতম ভিত্তি ছিল। বামপন্থী সরকার থাকাকালীন ত্রিপুরায় অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে এই প্রকল্প বাস্তবায়িত হয়েছিল। বছরে গড়ে ৯৬ দিন পর্যন্ত কাজ পেয়েছিলেন গ্রামীণ মানুষ। এমনকি ২০১৪ সালের পর কেন্দ্রের বরাদ্দে নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও সারা দেশের মধ্যে ত্রিপুরাতেই সবচেয়ে বেশি কাজ সৃষ্টি হয়েছিল।

তিনি আরও বলেন, রেগার মাধ্যমে শুধু কাজ নয়, ন্যূনতম মজুরির নিশ্চয়তাও ছিল। সেই শ্রমকে সুপরিকল্পিতভাবে কাজে লাগিয়ে রাজ্যে গ্রামীণ অর্থনীতিকে গতি দেওয়া হয়েছিল। রাবার বাগান, ফলের বাগান, জলাশয় সংস্কার এবং কৃষিজমি উন্নয়নের মাধ্যমে উৎপাদন বাড়ানো হয়। এর ফলেই আজ ত্রিপুরা দেশজুড়ে রাবার উৎপাদনে দ্বিতীয় বৃহত্তম রাজ্য হিসেবে পরিচিতি পেয়েছে।

জিতেন্দ্র চৌধুরীর দাবি, রেগা গ্রামীণ মানুষের হাতে শুধু অর্থই তুলে দেয়নি, বরং তাদের মধ্যে অধিকারবোধ ও নাগরিক চেতনাও তৈরি করেছিল। “আমি এই দেশের একজন নাগরিক, রাষ্ট্র গঠনে আমারও ভূমিকা আছে”—এই অনুভূতি জাগ্রত করেছিল রেগা। কিন্তু আরএসএসের মতাদর্শে পরিচালিত বিজেপি সরকার সেই যুগান্তকারী আইনকে ধ্বংস করার পথেই হাঁটছে বলে অভিযোগ করেন তিনি।

বিজেপি সরকারের ১১ বছরের শাসনকালের সমালোচনা করে তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে মোদি-শাহ ঘনিষ্ঠ বড় কর্পোরেট ও কালোবাজারিরা বিদেশে পালিয়ে গেলেও তাদের বিরুদ্ধে কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বরং আদানি-আম্বানির মতো শিল্পগোষ্ঠীর হাতে কয়লা খনি, তেল খনি, রেল, বিমানবন্দর এমনকি বিমা ও ব্যাংকিং ক্ষেত্রও তুলে দেওয়া হয়েছে।

অন্যদিকে মাত্র ১০০ দিনের কাজের নিশ্চয়তা থাকা ই-রেগা প্রকল্পে শ্রমিকদের উপর বাড়ানো হয়েছে নানা হয়রানি। দিনে দু’বার ছবি তোলা, কঠোর নজরদারি ও বিলম্বিত মজুরি—সব মিলিয়ে শ্রমিকদের প্রকল্প থেকে দূরে সরিয়ে দেওয়ারই চেষ্টা চলছে বলে অভিযোগ বাম নেতৃত্বের।

বিক্ষোভ শেষে বাম নেতারা হুঁশিয়ারি দেন, শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার লড়াই আরও জোরদার হবে এবং বি ভি-জি রাম জি আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

For All Latest Updates

ভিডিও