খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 24 January 2026 - 09:13 PM
শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ - ০৯:১৩ অপরাহ্ণ

Cpim Tripura News : ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক কমরেড জোসেফ স্তালিনের জন্মদিন উপলক্ষে সিপিআই(এম) রাজ্য দপ্তরে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান

Cpim Tripura News
1 minute read

Cpim Tripura News : যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে সিপিআইএম-এর রাজ্য দপ্তরে জোসেফ স্তালিনের জন্মদিন পালন করা হয়। রবিবার, ২১ ডিসেম্বর অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ দলের রাজ্য নেতৃত্ব, বিভিন্ন গণসংগঠনের প্রতিনিধিরা ও দলীয় কর্মীরা।

অনুষ্ঠানে জোসেফ স্তালিনের জীবন, রাজনৈতিক দর্শন এবং বিশ্ব ইতিহাসে তাঁর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, কমরেড জোসেফ স্তালিন ছিলেন একজন জর্জীয় সমাজতান্ত্রিক বিপ্লবী নেতা, যিনি প্রায় ২৯ বছর ধরে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্ব দিয়েছেন। তিনি রুশ বিপ্লব তথা নভেম্বর বিপ্লবে মহামতি ভ্লাদিমির লেনিনের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। লেনিনের প্রয়াণের পর সোভিয়েত কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং পরবর্তী সময়ে সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রনেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

জিতেন্দ্র চৌধুরী বলেন, স্তালিনের নেতৃত্বকাল ছিল গোটা বিশ্বের জন্য এক চরম সংকটের সময়। হিটলারের নেতৃত্বে নাৎসিবাদ যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে সমগ্র মানবজাতিকে গ্রাস করার চেষ্টা করছিল, তখন সোভিয়েত ইউনিয়ন ছিল সেই ফ্যাসিবাদী আগ্রাসনের প্রধান লক্ষ্য। সেই কঠিন সময়ে কমরেড স্তালিনের দৃঢ়, সাহসী ও সংগঠিত নেতৃত্বেই সোভিয়েত ইউনিয়ন নাৎসি শক্তিকে পরাজিত করতে সক্ষম হয়। এর মাধ্যমে শুধু একটি দেশ নয়, বরং গোটা মানবসভ্যতাকে ফ্যাসিবাদের হাত থেকে রক্ষা করার ক্ষেত্রে তিনি ঐতিহাসিক ভূমিকা পালন করেন।

তিনি আরও বলেন, স্তালিন সোভিয়েত ইউনিয়নকে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক দিক থেকে নতুনভাবে গড়ে তুলেছিলেন। শিল্পায়ন, পরিকল্পিত অর্থনীতি এবং সমাজতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে তিনি সোভিয়েত ইউনিয়নকে বিশ্বের অন্যতম অগ্রসর রাষ্ট্রে পরিণত করেন। জনগণের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ককে আরও মজবুত করে সমাজতন্ত্রকে বাস্তব রূপ দেওয়ার ক্ষেত্রেও তাঁর অবদান স্মরণীয়।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে ধরে বিরোধী দলনেতা বলেন, আজ যখন নতুন কৌশলে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে এবং দেশে আরএসএস ও বিজেপির নেতৃত্বে সাম্প্রদায়িক বিভাজন, একচেটিয়া পুঁজির লুণ্ঠন ও সাধারণ মানুষের অধিকার হরণের প্রবণতা বাড়ছে, তখন কমরেড স্তালিনের আদর্শ, দৃঢ়তা ও আন্তর্জাতিকতাবাদ বিশেষভাবে প্রাসঙ্গিক। সাম্রাজ্যবাদ ও যুদ্ধের বিরুদ্ধে বিশ্বব্যাপী ভ্রাতৃত্ব ও ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের শেষে কমরেড জোসেফ স্তালিনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর আদর্শ অনুসরণ করে একটি শোষণমুক্ত, মানবিক ও গণতান্ত্রিক সমাজ গড়ে তোলার শপথ গ্রহণ করা হয়।

সিপিআইএম রাজ্য দপ্তরে জোসেফ স্তালিনের জন্মদিন পালন ছিল শুধু একটি স্মরণ অনুষ্ঠান নয়, বরং ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার এক গুরুত্বপূর্ণ উপলক্ষ। স্তালিনের নেতৃত্ব, ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম এবং সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠনে তাঁর ভূমিকা আজও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে বক্তারা মনে করেন। বর্তমান সময়ে সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও শোষণের বিরুদ্ধে লড়াইয়ে তাঁর আদর্শ ও দৃঢ়তার কথা স্মরণ করে গণতন্ত্র, মানবিকতা এবং জনগণের অধিকার রক্ষার শপথই ছিল এই অনুষ্ঠানের মূল বার্তা।

For All Latest Updates

ভিডিও