খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 20 December 2025 - 09:25 PM
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ - ০৯:২৫ অপরাহ্ণ

Amra Bangali News : বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে রাজধানীতে আমরা বাঙালির বিক্ষোভ

Amra Bangali News
1 minute read

Amra Bangali News : বাংলাদেশে সংখ্যালঘু বাঙালি ও হিন্দু সম্প্রদায়ের উপর চলমান নির্যাতনের প্রতিবাদে শনিবার রাজধানীর রাজপথে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করল আমরা বাঙালি । সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গত এক বছরের বেশি সময় ধরে একদিকে রাজ্যে তথাকথিত অবৈধ অনুপ্রবেশের ইস্যুতে বাঙালিদের উপর নানা ধরনের নির্যাতনের চেষ্টা চলছে, অন্যদিকে একইসঙ্গে বাংলাদেশে মৌলবাদী সন্ত্রাসের শিকার হচ্ছেন হিন্দু বাঙালি ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুরা।

বিক্ষোভ কর্মসূচি থেকে আমরা বাঙালির সচিব গৌরাঙ্গ রুদ্র পাল তীব্র ভাষায় এই ঘটনার নিন্দা করেন। তিনি বলেন, “গত ২০২৪ সালের ৫ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর লাগাতার অত্যাচার চলছে। প্রতিদিন মন্দির, গির্জা ভাঙচুর, দোকান লুট, নারীদের উপর নির্যাতন, এমনকি মানুষকে জীবন্ত পুড়িয়ে মারার মতো নৃশংস ঘটনা সামনে আসছে।”

গৌরাঙ্গ রুদ্র পাল আরও অভিযোগ করেন, বর্তমানে বাংলাদেশে যে সরকার ক্ষমতায় রয়েছে, তা জনগণের দ্বারা নির্বাচিত নয়। ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসনকে তিনি “চরম বাঙালি বিদ্বেষী” বলে অভিহিত করেন। তাঁর দাবি, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করেই সংখ্যালঘুদের উপর হামলা আরও বেড়েছে।

তিনি বলেন, “বাংলাদেশে শুধু মানুষ নয়, আঘাত করা হচ্ছে বাঙালির সংস্কৃতির উপর। রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত স্থাপনা আক্রান্ত হচ্ছে। ছায়ানটের মতো সাংস্কৃতিক প্রতিষ্ঠানেও হামলা চালানো হয়েছে। এমনকি ভারতীয় দূতাবাসেও আক্রমণ হয়েছে এবং প্রকাশ্যে ভারত বিরোধী স্লোগান দেওয়া হচ্ছে।”

বিক্ষোভ মঞ্চ থেকে তিনি প্রশ্ন তোলেন, “ওই দেশের নির্যাতিত মানুষরা আমাদের আত্মীয়-স্বজন। তাহলে কি এই দেশেও বাঙালির জায়গা নেই, ওদেশেও নেই?” তিনি স্পষ্টভাবে বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষার দায়িত্ব ভারতের রয়েছে, কারণ ভারতের সহায়তাতেই বাংলাদেশ রাষ্ট্রের জন্ম।

ভারত সরকারের কাছে আবেদন জানিয়ে গৌরাঙ্গ রুদ্র পাল বলেন, আন্তর্জাতিক স্তরে চাপ সৃষ্টি করে বাংলাদেশে সংখ্যালঘুদের রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি, গত এক-দেড় বছরে ঘটে যাওয়া সমস্ত নির্যাতনের ঘটনার বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবিও তোলেন তিনি।

উত্তর-পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করার হুমকি ও সন্ত্রাসবাদে মদদের অভিযোগ তুলে তিনি বলেন, “এই শক্তিগুলো ভারত ও বাঙালির শত্রু। সীমান্ত নিরাপত্তা জোরদার করতে হবে।”

সবশেষে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই আক্রমণ বন্ধ না হলে আমরা বাঙালি আরও বৃহত্তর আন্দোলনে নামবে।” বিক্ষোভের মাধ্যমে কেন্দ্র ও রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

For All Latest Updates

ভিডিও