খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Sunday, 21 December 2025 - 12:03 AM
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ - ১২:০৩ পূর্বাহ্ণ

Golaghati Contractor News : ঠিকাদারকে শ্লীলতাহানি ও ছিনতাইয়ের অভিযোগ, বালি মাফিয়াসহ তিনজনের বিরুদ্ধে থানায় মামলা

Golaghati Contractor News
1 minute read

Golaghati Contractor News : গুরুতর অভিযোগ তুলে এক প্রভাবশালী বালি মাফিয়া ও তার পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে টাকারজলা থানায় মামলা দায়ের করলেন এক মহিলা সাব-কনট্রাক্টার। অভিযোগকারী সরস্বতী লোধ জানান, কাজের দায়িত্ব পালন করতে গিয়েই তিনি চরম হিংসা ও নির্যাতনের শিকার হন।

জানা গেছে, গোলাঘাটি এলাকার অন্তর্গত বিজয় নদীর তীরে পাকা বোল্ডার বসানোর কাজের বরাত পেয়েছিলেন সরস্বতী লোধ। অভিযোগ, ওই এলাকায় দীর্ঘদিন ধরে বালি তোলার সঙ্গে যুক্ত প্রভাবশালী ব্যক্তি সুকান্ত ঘোষ মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালি উত্তোলন করছিলেন। এর ফলে নদীর ধারে বসানো পাকা বোল্ডার ভেঙে পড়ছিল। বিষয়টি নিয়ে আপত্তি জানান সরস্বতী লোধ এবং বন দপ্তরে লিখিত অভিযোগও করেন। তবে মাফিয়াদের প্রভাবের কারণে প্রশাসনের পক্ষ থেকে কার্যত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।

পরিস্থিতি চরম আকার নেয় গত ১৯ ডিসেম্বর। অভিযোগ অনুযায়ী, সুকান্ত ঘোষ তার পিতা যাদব ঘোষ ও ভাই ভবতোষ ঘোষকে সঙ্গে নিয়ে একটি স্করপিও গাড়িতে করে এসে সরস্বতী লোধের গোডাউন থেকে সোনার চেইন ও শ্রমিকদের মজুরির জন্য রাখা কয়েক লক্ষ টাকা ছিনতাই করে। পাশাপাশি তাঁর শ্লীলতাহানির চেষ্টা করা হয় এবং বাঁশ দিয়ে মারধর করে প্রাণনাশের চেষ্টা চালানো হয় বলেও অভিযোগে উল্লেখ।

ঘটনায় গুরুতর আহত অবস্থায় প্রথমে বিশালগড় মহকুমা হাসপাতালে এবং পরে আগরতলার জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সরস্বতী লোধ।

চিকিৎসার পর অভিযুক্তদের নাম উল্লেখ করে টাকারজলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযুক্ত যাদব ঘোষ ও তাঁর দুই পুত্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অভিযোগকারী।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ কীভাবে তদন্তে অগ্রসর হয় এবং অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়, সেদিকেই তাকিয়ে রয়েছে এলাকাবাসী।

For All Latest Updates

ভিডিও