খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 20 December 2025 - 10:12 PM
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ - ১০:১২ অপরাহ্ণ

Marital Affair : স্বামীর সাথে ভিসা অফিসে গিয়ে , পরকীয়া প্রেমের টানে উধাও স্ত্রী

Marital Affair
1 minute read

Marital Affair : বিদেশ যাবেন বলে স্বামীর হাত ধরে স্ত্রী গেছিলেন ভিসা অফিসে। কিন্তু সেখানে স্বামী কে একলা রেখে নিজেই হয়ে গেলেন উধাও। সন্দেহ, পরকীয়ার জেরে পালিয়েছেন গুণধর গৃহিণী। ঘটনাটি ঘটে বুধবার, আগরতলা ভিসা অফিস চত্বরে। আর সেই নিয়ে থানার চক্কর কাটছেন এখন অসহায় স্বামী।

ঘটনার বিবরন দিতে গিয়ে স্বামী জানান, উনি স্ত্রী কে নিয়ে আগরতলা ভিসা অফিসে যান বুধবার দুপুরে। কিন্তু সেখান থেকেই আচমকা স্ত্রী কে আর খুঁজে পান না তিনি। তখন থেকেই তিনি হতাশা গ্রস্থ। উল্লেখ্য, যাত্রাপুর থানাদিন দক্ষিন পাহাড়পুরের খুরশেদ আলম এর সাথে বিয়ে হয় একই থানাদিন বাঁশপুকুরের মেয়ে ফারবিন আক্তার এর ।

খুরশেদ জানান, সংসারে কিছু দিন পূর্বে এক নিকট আত্মীয়ের সাথে স্ত্রী ফারবিন এর ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলা নিয়ে ঝামেলা হয়েছিল। কিন্তু ফারবিনের স্বামী খুরশেদ আলম সব মেনে নেয়। বুধবার খুরশেদ আলম স্ত্রীকে সাথে নিয়ে আগরতলা ভিসা অফিসে যায়। অফিসের বাইরে স্ত্রী দাঁড়িয়ে ছিলো। ভিসা অফিস থেকে কাজ সেরে বাইরে বেরিয়ে দেখেন স্ত্রী নাই !

সাথে সাথে চারদিকে খোঁজ নিয়ে পরবর্তীতে পূর্ব থানায় মিসিং ডায়রি করেন খুরশেদ ! বৃহস্পতিবার যাত্রাপুর থানায় পুনরায় এই ঘটনার খবর নিতে আসেন, এবং থানার সামনে একান্ত সাক্ষাৎ কারে জানান সমস্ত ঘটনা! সাথে উল্লেখ করেন পরকিয়ার বিষয়। যাতে নাম জড়িয়ে আছে আক্তার হোসেন নামক এক যুবকের!

অনুমান করা হচ্ছে ঐ আক্তারের হাত ধরেই হয়তো পালিয়েছে গৃহবধূ। তাছাড়া যেভাবে চারিদিকে পরকীয়া নামক ব্যামো ক্রমশই নিজের বংশ বিস্তার করছে, তাতে করে এই ঘটনাটি ও যে আর ৫ টি ঘটনা থেকে আলাদা তেমন টা নয়। এমনটাই আপাতত অনুমান করছেন স্থানীয়রা ও।

For All Latest Updates

ভিডিও