Manu River News : কৈলাসহর পশ্চিম কামরাঙ্গা বাড়ি ৫ নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থিত মনু নদীতে মঙ্গলবার দুপুরে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আগরতলা থেকে বেড়াতে আসা চার যুবকের মধ্যে একজন নদীর জলে তলিয়ে যান। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে আগরতলার চার যুবক কৈলাসহর এলাকায় ঘুরতে আসেন। প্রচণ্ড গরমের কারণে তারা মনু নদীর পাড়ে যান এবং নদীর অগভীর অংশে নেমে হাঁটাহাঁটি করছিলেন। সেই সময় হঠাৎ করেই এক যুবক ভারসাম্য হারিয়ে গভীর জলে তলিয়ে যান। মুহূর্তের মধ্যেই তিনি স্রোতের টানে চোখের আড়াল হয়ে যান।
ঘটনাটি প্রত্যক্ষ করে সঙ্গে থাকা বাকি তিন যুবক চিৎকার শুরু করলে আশপাশের মানুষজন ছুটে আসেন। অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে শত শত মানুষ জমায়েত হয়। খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ, অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এবং মহকুমা শাসক কার্যালয়ের DCM-এর নেতৃত্বে সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।
প্রশাসনের পক্ষ থেকে দ্রুত উদ্ধারকাজ শুরু করা হয়। নদীতে নেমে তল্লাশি চালানো হলেও প্রবল স্রোত ও ঘোলা জলের কারণে উদ্ধারকাজে বিঘ্ন ঘটে। খবর লেখা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা পেরিয়ে গেলেও নিখোঁজ যুবকের সন্ধান পাওয়া যায়নি।
এখনও পর্যন্ত ওই যুবকের পরিচয় জানা যায়নি। পুলিশ সূত্রে জানানো হয়েছে, নিখোঁজ যুবকের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে এবং উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। প্রয়োজনে অতিরিক্ত উদ্ধারকারী দল নামানো হবে বলেও জানানো হয়েছে।
এই ঘটনাকে ঘিরে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও শোকের আবহ তৈরি হয়েছে। নদীতে নামার সময় আরও সতর্কতা অবলম্বনের প্রয়োজন রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।



