খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 20 December 2025 - 10:00 PM
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ - ১০:০০ অপরাহ্ণ

Kumarghat Fire News : ভয়াবহ অগ্নিকাণ্ডে অবসরপ্রাপ্ত ফরেস্ট গার্ড অনিল আচার্যের বাড়ির ১৪টি ঘর পুড়ে ছাই

Kumarghat Fire News
1 minute read

Kumarghat Fire News : কুমারঘাট থানার অন্তর্গত আম্বেদকর নগর গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডে মঙ্গলবার এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা তথা অবসরপ্রাপ্ত ফরেস্ট গার্ড অনিল আচার্যের বাড়িতে আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াল রূপ ধারণ করে এবং বাড়ির মোট ১৪টি ঘর সম্পূর্ণভাবে আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, আগুন লাগার পর দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়া হয়। কুমারঘাট, পেচারতল ও কাঞ্চনবাড়ি থেকে মোট তিনটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাড়ির প্রায় সমস্ত আসবাবপত্র, নথিপত্র, নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী ভস্মীভূত হয়ে যায়। দমকল কর্মীদের আপ্রাণ প্রচেষ্টা সত্ত্বেও শেষ রক্ষা করা সম্ভব হয়নি।

প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ২ কোটিরও বেশি বলে অনুমান করা হচ্ছে। অগ্নিকাণ্ডের জেরে অনিল আচার্যের পরিবার কার্যত সর্বস্বান্ত হয়ে পড়েছে। পরিবারে অনিল আচার্য, তাঁর স্ত্রী ও তিন কন্যা রয়েছেন। এর মধ্যে দুই কন্যার ইতিমধ্যেই বিবাহ হয়েছে। এছাড়াও ওই বাড়িতে সাতজনের একটি ভাড়াটিয়া পরিবার বসবাস করত, তারাও এই অগ্নিকাণ্ডে চরম ক্ষতির মুখে পড়েছেন।

ঘটনার খবর পেয়ে মকুমা শাসক দপ্তরে কর্মরত তহসিলদার ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে স্থানীয়দের অভিযোগ, ঘটনার এত সময় পেরিয়ে গেলেও প্রশাসনের অন্য কোনো উচ্চপদস্থ আধিকারিকদের এলাকায় দেখা যায়নি। ক্ষতিগ্রস্ত পরিবার ও ভাড়াটিয়ারা সরকারি সাহায্য ও ক্ষতিপূরণের দাবিতে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। দমকল ও প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। এলাকাবাসীর দাবি, দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আর্থিক সাহায্য ও পুনর্বাসনের ব্যবস্থা করা হোক, যাতে তারা এই ভয়াবহ বিপর্যয় কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।

এই ভয়াবহ অগ্নিকাণ্ড শুধু একটি পরিবারের নয়, গোটা এলাকার জন্যই এক গভীর বেদনার ঘটনা। অবসরপ্রাপ্ত ফরেস্ট গার্ড অনিল আচার্যের পরিবার এবং ভাড়াটিয়ারা এক মুহূর্তে সর্বস্ব হারিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। দমকল বাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষয়ক্ষতি অপূরণীয়।

এখন সবচেয়ে জরুরি বিষয় হলো প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ, উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসনের ব্যবস্থা করা। পাশাপাশি অগ্নিকাণ্ডের সঠিক কারণ নির্ণয় করে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা একান্ত প্রয়োজন।

For All Latest Updates

ভিডিও