Simna Brishaketu Debbarma : ত্রিপুরার ১ নম্বর সিমনা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মোহন সরদার পাড়ার মানুষের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার অবশেষে স্থায়ী সমাধান হলো। ছড়ার ওপর নবনির্মিত ব্রিজ উদ্বোধনের পর খুশির হাওয়া বইছে মোহন সরদার পাড়া, নর মোহন পাড়া, মদন পাড়া সহ আশপাশের বিস্তীর্ণ এলাকায়। স্থানীয়দের মতে, এই ব্রিজ তাদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।
দীর্ঘ কয়েক দশক ধরে মোহন সরদার পাড়ার মানুষকে ছড়ার জল পেরিয়ে যাতায়াত করতে হতো। ছাত্রছাত্রীদের স্কুল-কলেজ, রোগীদের হাসপাতাল কিংবা নিত্যপ্রয়োজনীয় কাজে যাওয়াও ছিল অত্যন্ত কষ্টসাধ্য। বিশেষ করে বর্ষাকালে ছড়ার জল বেড়ে গেলে বহু মানুষ ছড়ার পারে বসে অসহায়ভাবে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় পেতেন না। চোখের জলে ভিজত অসংখ্য পরিবারের স্বপ্ন।
স্থানীয়দের অভিযোগ, কংগ্রেস ও সিপিআইএম আমলে একাধিকবার ব্রিজের দাবি জানানো হলেও কেউ সেই দাবিকে গুরুত্ব দেননি। বছরের পর বছর ধরে অবহেলিত থেকেছে এই জনপদ। তবে পরিস্থিতির বদল ঘটে বর্তমান বিধায়ক ও রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মার হস্তক্ষেপে। তিনি জনতার দাবি গুরুত্ব সহকারে গ্রহণ করে মোহন সরদার পাড়ার ছড়ার ওপর ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দেন।
প্রতিশ্রুতি অনুযায়ী প্রায় ১ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই ব্রিজ। ব্রিজ চালু হওয়ার ফলে একদিকে যেমন যাতায়াত সহজ হয়েছে, অন্যদিকে শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে বলে মত স্থানীয়দের।
এই সাফল্যে আপ্লুত এলাকাবাসী রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মাকে কোটি কোটি প্রণাম জানিয়ে বলেন, “উনি কথা নয়, কাজ করে দেখিয়েছেন।” পাশাপাশি তাঁরা আশীর্বাদ করেন যাতে তিনি ভবিষ্যতেও এভাবেই মানুষের সেবা করে যেতে পারেন।
এদিকে জনজাতি মোর্চার নেতা মঙ্গল দেববর্মা অভিযোগ করেন, প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকসহ কিছু বিজেপি নেতা শুধুমাত্র রাজনীতি করতে এলাকায় এসেছিলেন, কিন্তু বাস্তবে মানুষের সমস্যার সমাধানে কোনো উদ্যোগ নেননি। অন্যদিকে রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা ও এডিসির ইএম রবীন্দ্র দেববর্মারা বাস্তব উন্নয়নের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছেন বলেই মত স্থানীয় জনতার।
মোহন সরদার পাড়ার ছড়ার ওপর নির্মিত এই ব্রিজ শুধু একটি স্থাপনা নয়, এটি এলাকার মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও দুর্ভোগের অবসানের প্রতীক। বছরের পর বছর যে সমস্যা অবহেলিত ছিল, তা বাস্তবে সমাধান করে দেখিয়েছেন রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা। তাঁর উদ্যোগে সাধারণ মানুষের জীবনযাত্রায় এসেছে স্বস্তি ও নিরাপত্তা। এই ব্রিজ প্রমাণ করে যে জনতার দাবি আন্তরিকভাবে মান্যতা পেলে উন্নয়ন সম্ভব। তাই স্থানীয় জনগণের চোখে এই কাজ রাজনৈতিক প্রতিশ্রুতির নয়, বরং মানুষের প্রতি দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।



