খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 20 December 2025 - 10:12 PM
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ - ১০:১২ অপরাহ্ণ

BJP Joining Agartala : জনজাতি দের টেনে নিয়ে পাহাড়ের ভোট বাক্স কে নিজের কন্ট্রোলে রাখতে পূর্ণ রূপে বিজেপির প্রস্তুতি শুরু

BJP Joining Agartala
1 minute read

BJP Joining Agartala : একটি মাত্র সভা করেই পাহাড়ে নিজের অবস্থান এবং শক্তি সুস্পষ্ট করে দিলো রাজ্য বিজেপি। ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ জনজাতি মোর্চা আয়োজিত মহা যোগদান সভার আয়োজন হয় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গনে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ মন্ত্রী সভার বিভিন্ন সদস্য সদস্যা এবং জনজাতি মোর্চার নেতৃত্বরা।

সকাল থেকেই রাজ্যের এডিসি এলাকা গুলো থেকে দলে দলে জনজাতি মা, ভাই , বোনেরা যোগদান সভায় যোগ দিতে আগরতলার উদ্দেশ্যে রউনা হন। বেলা ১২ টার মধ্যেই ভরে উঠে সভা প্রাঙ্গণ। হাজারে হাজারে জনজাতিরা সভা প্রাঙ্গনে সম্মিলিত হয়ে ভারত মাতা কি জয় শ্লোগান তুলেন। ক্রমেই সভায় আলোচনা করেন মঞ্চে উপস্থিত সকলেই। আর সেখানেই মুখ্যমন্ত্রী নিজের ভাষণে রাজ্যের প্রাক্তন সরকার সিপিআইএম কে নিয়ে তীব্র ভাষায় কটাক্ষ ও ছুড়ে দেন।

এছাড়া মোদী সরকারের প্রশংসায় পঞ্চমুখ হন তিনি। অবশেষে তিপ্রা মথা ও সিপিআইএম কংগ্রেস দল ত্যাগ করে এদিন হাজারের ও বেশি নেতৃত্ব সপরিবারে বিজেপি দলে এদিন যোগ দেন। যা আবারো ইঙ্গিত দিয়ে গেল যে পাহাড়ে বিজেপি কেই চাইছে জনজাতিরা। তবে এক দিবসীয় এই সভার স্বচ্ছ ও সঠিক ফলাফল ভোট বাক্সে প্রতিফলিত হবে কিনা সেটা বলবে একমাত্র সময়ই।

এদিন মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বাম শাসনামলে পাহাড়ে জনজাতি কে অবস্থা ছিল সেই নিয়ে তীব্র ভাষায় আক্রমণ শানান। ততসঙ্গে উনি বলেন মোদী জীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের আমলে এ রাজ্যেও জনজাতি দের সব ধরণের সুযোগ সুবিধা দিতে বদ্ধ পরিকর এই সরকার। নানাবিধ প্রকল্পের মধ্যে দিয়ে রাজ্য সরকার জনজাতি দের কে সরকারি সুযোগ পাইয়ে দিচ্ছে। জনজাতি রা উন্নত না হলে, এই রাজ্য ও উন্নত হবে না। তাই জনজাতি দের উন্নয়নের স্বার্থে কাজ করে বিজেপি সরকার।

বিজেপি গুণ্ডামি করেনা। মানুষের জন্যে কাজ করে। আর যারা গুণ্ডামি করে তাদের কেও বরদাস্ত করবে না বিজেপি। এদিন এভাবেই আঞ্চলিক দল সহ অন্যান্য বিরোধী দলীয় দের কে হুঁশিয়ারি দিতে শোনা যায় মুখ্যমন্ত্রী কে। উনি শ্রোতাদের উদ্দেশ্যে প্রশ্ন তোলেন, “আপনারা শান্তি চান কিনা ?” শ্রোতাদের পক্ষ থেকেও উত্তর আসে, “ইয়েস” ।


তখন তিনি বলেন তাহলে বিজেপির হাত ধরে বিজেপি কে শক্ত করার জন্য, যাতে বিজেপি আগামী দিনে জাতি জনজাতি সকলকে পাশে নিয়ে একটি শান্তিপূর্ণ রাজ্য পরিচালনা করতে পারে। আর তাতেই করতালি তে ভাশিয়ে দেন শ্রোতা মহল।

নিজের বেশ কিছু তির্যক বার্তায় শরিক তিপ্রা মথা কেও বিধলেন তিনি। মুখ্যমন্ত্রী সহ রাজ্য সভাপতির সভা সমাবেশ কে ঘিরে একাংশ উত্তেজনা তৈরি করে। সন্ত্রাস কায়েম করবার চেষ্টা করে। এসব বেশি দিন চলবে না। চলতে দেওয়া হবে না বলেও পরোক্ষভাবে হুঁশিয়ারি দেন তিনি। অতঃপর বিভিন্ন দল ত্যাগ করে হাজার হাজার জনজাতিরা এদিন গেরুয়া পতাকা হাতে তুলে নেন।

For All Latest Updates

ভিডিও