Nayan Sarkar Mla : বামুটিয়া বিধানসভার অন্তর্গত তালতলা গ্রাম পঞ্চায়েতের অধীন বাজালঘাট এলাকায় বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে একটি কালচারাল শেড নির্মাণের কাজ বর্তমানে চলমান। শনিবার এই নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন করেন বামুটিয়ার বিধায়ক নয়ন সরকার। এদিন তিনি স্থানীয় জনগণ ও এলাকার অভিভাবক মণ্ডলীর সদস্যদের সঙ্গে নিয়ে কাজের অগ্রগতি ও গুণগত মান খতিয়ে দেখেন।
পরিদর্শনকালে বিধায়ক নির্মাণকারী সংস্থাকে কাজের মান বজায় রেখে দ্রুত কাজ সম্পন্ন করার জন্য নির্দেশ দেন। স্থানীয় বাসিন্দারাও কাজ দ্রুত শেষ করার দাবি জানান। তাঁদের বক্তব্য, এই কালচারাল শেড নির্মিত হলে এলাকার সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম আরও গতিশীল হবে।
পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক নয়ন সরকার জানান, বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের মাধ্যমে বামুটিয়া বিধানসভা এলাকাজুড়ে একাধিক উন্নয়নমূলক কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং আরও অনেক কাজ চলমান রয়েছে। তারই অংশ হিসেবে তালতলা পঞ্চায়েতের বাজালঘাট এলাকায় এই কালচারাল শেড নির্মাণ করা হচ্ছে। তিনি বলেন, উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে গুণগত মান বজায় রাখা তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিধায়ক আরও জানান, এদিন তিনি এলাকার সাধারণ মানুষদের সঙ্গে নিয়ে নির্মাণস্থল পরিদর্শন করেছেন, যাতে কাজের স্বচ্ছতা বজায় থাকে এবং স্থানীয়দের মতামতও গুরুত্ব পায়। এলাকাবাসীর দাবির কথা মাথায় রেখে দ্রুত কাজ শেষ করার বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
নিজের বক্তব্যে নয়ন সরকার বলেন, আগামী দিনেও বামুটিয়া বিধানসভার সার্বিক উন্নয়নের লক্ষ্যে তিনি বিভিন্ন দপ্তরের কাছে এলাকার প্রয়োজনীয় দাবিগুলি তুলে ধরবেন এবং বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থ যথাযথভাবে ব্যবহার করে উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন।
এই কালচারাল শেড নির্মাণের মাধ্যমে এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান, সভা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের জন্য একটি স্থায়ী পরিকাঠামো গড়ে উঠবে, যা ভবিষ্যতে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।



