Biplab Kumar Deb : ত্রিপুরার রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তাপ বাড়ল। সিপিআই(এম) রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী এবার আদালতের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বিরুদ্ধে। দলীয় ইমেজ ক্ষুণ্ণ করার অভিযোগে বিপ্লব দেবের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন তিনি।
জীতেন্দ্র চৌধুরীর অভিযোগ, ২০২৫ সালে গন্ধিগ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠানে বিপ্লব দেব এমন মন্তব্য করেন, যা বাস্তবের সঙ্গে সম্পূর্ণ বেমানান, ভিত্তিহীন ও ‘সম্পূর্ণ বানানো’। তিনি দাবি করেন, সিপিআই(এম)-এর নেতৃত্বাধীন বাম সরকারের সময় মাতাবাড়ি মন্দিরের দানবাক্স থেকে অর্থ চুরি হয়েছে এবং সেখানে নাকি ভেজাল জিনিস রাখা হয়েছে— এমন অভিযোগ তোলেন বিপ্লব দেব। জিতেন চৌধুরীর কথায়, “এই বক্তব্য শুধু মিথ্যাই নয়, আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যেই করা হয়েছিল।”
ঘটনার পরপরই সিপিআই(এম) পক্ষ থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রমাণ অথবা ক্ষমা প্রার্থনার দাবি জানানো হয়। কিন্তু বিপ্লব দেব কোনওটিরই জবাব দেননি। এরপর দলীয় তরফে পাঠানো হয় আইনজীবীর নোটিস, কুরিয়ারে চিঠি এবং তথাকথিত “ইয়াং বুক”। তবুও কোনও প্রতিক্রিয়া না মেলায় শেষ পর্যন্ত আদালতের পথ বেছে নিতে বাধ্য হন জীতেন্দ্র চৌধুরী।
সিপিআই(এম) নেতৃত্বের দাবি, মিথ্যা অভিযোগ দেশের প্রচলিত আইনের দৃষ্টিতে গুরুতর অপরাধ। এতে দলের কোটি কোটি সমর্থকের অনুভূতিতে আঘাত লেগেছে এবং রাজনৈতিকভাবে ক্ষতিসাধনের চেষ্টা করা হয়েছে। তাঁদের বক্তব্য, “দলের সুনাম রক্ষা ও সত্য প্রতিষ্ঠার স্বার্থেই আমরা আইনি পদক্ষেপ নিয়েছি।”
এদিন আদালত চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জীতেন্দ্র চৌধুরী স্পষ্ট জানান, “আমরা ন্যায়বিচার চাই। মিথ্যার রাজনীতি বরদাস্ত করা হবে না।”
ঘটনা ঘিরে ত্রিপুরার রাজনৈতিক মহলে তুমুল আলোচনা শুরু হয়েছে। এখন নজর থাকবে আদালতের পরবর্তী নির্দেশের দিকে।



