খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 20 December 2025 - 10:01 PM
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ - ১০:০১ অপরাহ্ণ

Agartala Amc News : আগরতলা পৌর নিগমের বড় উদ্যোগ! আধুনিক যন্ত্রে ত্বরান্বিত হবে শহর পরিষ্কার প্রকল্প

Agartala Amc News
1 minute read

Agartala Amc News : আগরতলার অলি-গলিতে আবর্জনা পরিষ্কারের কাজকে আরও গতিশীল করতে বড় পদক্ষেপ নিল আগরতলা পুর নিগম। বৃহস্পতিবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মোট সাতটি নতুন অটো হপার এবং তিন সেট মিনি সুপার সাকার-এর উদ্বোধন করেন শহরের মেয়র দীপক মজুমদার। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পুর নিগমের একাধিক কর্পোরেটর ও আধিকারিকরা।

মেয়র জানান, ২০২২ সাল থেকে ‘স্বচ্ছ আগরতলা, সুস্থ আগরতলা’ প্রকল্পের মাধ্যমে শহরকে আরও পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও আধুনিক করে তোলার কাজে পৌর নিগম নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই উদ্যোগেরই অংশ হিসেবে রাজ্য সরকারের আর্থিক সহায়তায় অত্যাধুনিক পরিষ্কারকরণ যন্ত্র কেনা হয়েছে। সাতটি নতুন অটো হপার সংগ্রহে ব্যয় হয়েছে ৩৯ লক্ষ ২০ হাজার টাকা, আর তিন সেট মিনি সুপার সাকার কিনতে খরচ হয়েছে প্রায় ২ কোটি ৮৮ লক্ষ টাকা।

তিনি বলেন, শহরের হোটেল, রেঁস্তোরা ও ফাস্ট ফুড স্টল থেকে উৎপন্ন বর্জ্য আলাদাভাবে সংগ্রহ করে দেবেন্দ্র চন্দ্র নগর প্রসেসিং সেন্টারে পাঠানো হবে। নতুন সাতটি অটো হপার সেন্ট্রাল জোনের স্যানিটারি ইন্সপেক্টরের পরিদর্শনে প্রতিদিনের সংগ্রহ ও পরিবহন কাজ সম্পন্ন করবে।

মেয়র আরও উল্লেখ করেন, ২০১৮ সাল থেকে রাজ্য সরকারের সার্বিক উন্নয়নমূলক পদক্ষেপের ফলে আগরতলা শহরের পরিকাঠামোয় বড় পরিবর্তন এসেছে। বহুদিনের উন্মুক্ত নিকাশি নালা পর্যায়ক্রমে ঢেকে ফেলা হচ্ছে এবং বন্যা নিয়ন্ত্রণের ড্রেনগুলোর সংস্কারও দ্রুতগতিতে চলছে।

নতুন মিনি সুপার সাকার গাড়িগুলো বিশেষ করে সরু লেনের ড্রেন পরিষ্কারে কার্যকর হবে। বর্ষাকালে জলজমা কমানো ও দ্রুত পানি নিষ্কাশনে এই আধুনিক যন্ত্রগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে পুর নিগমের আশা। পরিষ্কারকাজের জন্য ইতিমধ্যেই এক বিশেষ সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যা মেকানিক্যাল ডিভিশনের তত্ত্বাবধানে কাজ করবে।

এই নতুন উদ্যোগের ফলে শহরবাসী আরও উন্নত, দ্রুত ও দক্ষ বর্জ্য-পরিষেবা পাবেন বলে বিশ্বাস পৌর কর্তৃপক্ষের। আগরতলা শহরকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্য নিয়ে প্রশাসনের এই প্রচেষ্টা শহর উন্নয়নের আরেকটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আগরতলা শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতার মান আরও উন্নত করতে যে আধুনিক উদ্যোগ নিয়েছে পৌর নিগম, তা শহরবাসীর দৈনন্দিন জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। নতুন অটো হপার ও মিনি সুপার সাকার পরিষেবা শুধু আবর্জনা সংগ্রহ ও ড্রেন পরিষ্কারের গতি বাড়াবে না, বরং বর্ষাকালে জলজমা কমাতেও বিশেষ ভূমিকা রাখবে। রাজ্য সরকারের সহায়তা এবং পুর নিগমের পরিকল্পিত পদক্ষেপ মিলিয়ে আগরতলা স্বচ্ছ ও সুস্থ নগর গঠনের পথে আরও একধাপ এগিয়ে গেল।

For All Latest Updates

ভিডিও