খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 20 December 2025 - 10:12 PM
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ - ১০:১২ অপরাহ্ণ

Agartala Child News : প্রকাশ্য রাস্তায় নিখোঁজ এক মাসের শিশু! তদন্তে নেমেছে পুলিশ

Agartala Child News
1 minute read

Agartala Child News : রাজধানী আগরতলায় শিশু বিহার এলাকায় ঘটেছে এক হৃদয়বিদারক ও চাঞ্চল্যকর ঘটনা—প্রকাশ্য রাস্তায় নিখোঁজ হয়ে গেল মাত্র এক মাসের একটি শিশু। বুধবার সন্ধ্যায় শিশু বিহার স্কুল সংলগ্ন এলাকায় ঘটে এই ঘটনাটি। স্থানীয় সূত্রে জানা যায়, আমতলী বাজার এলাকার এক মহিলা তার দুই সন্তানকে নিয়ে শহরে ভিক্ষা করতে এসেছিলেন। স্বামী বহুদিন ধরেই অসুস্থ, সংসারের টানাটানিতে বাধ্য হয়েই তাকে রাস্তায় নামতে হয়।

সন্ধ্যার দিকে তিনি বড় ছেলে—মাত্র পাঁচ বছরের শিশুটির কাছে এক মাসের শিশুপুত্রকে রেখে ওয়াশরুমে যান। কিছুক্ষণের মধ্যেই ফিরে এসে দেখেন, তার কোলের ধনটি আর নেই! বড় ছেলেটি কান্নাজড়িত কণ্ঠে জানায়, এক অচেনা মহিলা নবজাতকটিকে কোলে নিয়ে রিকশায় চড়ে দ্রুত সরে পড়ে। মুহূর্তেই এলাকা জুড়ে শুরু হয় হাহাকার, ভিড় জমে কৌতূহলী মানুষের।

ঘটনার সময় উপস্থিত ছিলেন কন্যা কথা সামাজিক সংস্থার সদস্য পূজা দাস। তিনি জানান,
কোর্ট থেকে ফেরার পথে শিশুবিহারের সামনে ভিড় দেখে তিনি দাঁড়িয়ে পড়েন। সেখানে কাঁদতে থাকা মা ও শিশুটিকে দেখে বিষয়টি জানতে চান। এরপরই তাকে বড় ছেলে জানায়, তার ভাইকে এক মহিলা তুলে নিয়ে পালিয়েছে। পরিস্থিতি দেখে তাৎক্ষণিকভাবে তিনি চাইল্ড লাইন ও পশ্চিম থানায় খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মা ও বড় ছেলেকে থানায় নিয়ে যায় এবং তদন্ত শুরু করে।

স্থানীয়রাও উদ্বেগ প্রকাশ করে বলেন, শিশু পাচার চক্র সক্রিয় থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীর সন্ধান এবং নবজাতকের নিরাপদ প্রত্যাবর্তনই এখন সকলের একমাত্র প্রত্যাশা।

সমাজসেবী পূজা দাসের কথায়, সিসিটিভি ফুটেজে যদি কোনো প্রমাণ মেলে, তবে শিশুটিকে ফিরিয়ে আনার সম্ভাবনা রয়েছে। তিনি ও স্থানীয়রা আশাবাদী—দ্রুত পদক্ষেপের মাধ্যমে শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হবে। পুরো ঘটনাটি এখন শহরে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে এবং সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরি করেছে।

এই মর্মান্তিক ঘটনাটি আমাদের আবার মনে করিয়ে দেয়, শিশু সুরক্ষায় সামান্য অবহেলাও কত বড় বিপদের কারণ হতে পারে। দ্রুত পুলিশি তদন্ত, সিসিটিভি বিশ্লেষণ এবং স্থানীয়দের সতর্ক ভূমিকা—সব মিলিয়েই এখন একমাত্র আশার আলো, যাতে নিখোঁজ নবজাতককে দ্রুত উ

For All Latest Updates

ভিডিও