খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 20 December 2025 - 09:58 PM
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ - ০৯:৫৮ অপরাহ্ণ

Jitendra Choudhury News : এমবিবিএস ছাত্র সপ্তর্ষীর মর্মান্তিক মৃত্যুতে পরিবারকে সান্ত্বনা দিলেন বিরোধী দলনেতা

Jitendra Choudhury News
1 minute read

Jitendra Choudhury News : উত্তর প্রদেশের আমরোহা জেলায় দিল্লি–লখনউ জাতীয় সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রাজধানীর রামনগরের ডাক্তারি পড়ুয়া সপ্তর্ষী দাসসহ চারজন এমবিবিএস শিক্ষার্থীর করুণ মৃত্যুতে শোকের আবহ নেমে এসেছে গোটা এলাকাজুড়ে। শনিবার এই মর্মান্তিক ঘটনার খবর রামনগরে পৌঁছাতেই শোকাহত হয়ে পড়েন সপ্তর্ষীর পরিবারের সদস্যরা, আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা।

আজ দুপুরে সপ্তর্ষীর বাসভবনে যান রাজ্যের বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী। তার সঙ্গে ছিলেন সিপিআইএমের অন্যান্য শীর্ষ নেতারাও। বাড়িতে পৌঁছে তিনি শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে কথা বলেন এবং দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত খোঁজ নেন।

জীতেন্দ্র চৌধুরী বলেন, “এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও হৃদয়বিদারক দুর্ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। আমরা শুধু একজন মেধাবী ছাত্রকে হারাইনি, এক সম্ভাবনাময় চিকিৎসকের স্বপ্নও থেমে গেল।” তিনি আরও জানান, কঠিন এই সময়ে পরিবারের পাশে দল এবং সংগঠন সবসময় থাকবে।

জানা গেছে উত্তর প্রদেশের আমরোহা জেলার দিল্লি–লখনউ জাতীয় সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় ত্রিপুরার সপ্তর্ষি সহ মোট চারজন। বুধবার গভীর রাতে তাদের গাড়ির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি ধাক্কায় ঘটনাস্থলেই চারজন পড়ুয়ার মৃত্যু হয় বলে জানা গেছে।

মৃতদের মধ্যে আগরতলার রামনগর ১ নং রোড এলাকার বাসিন্দা সুশান্ত শেখর দাসের ছেলে সপ্তর্ষি দাসও ছিলেন ।

এদিন পরিদর্শনকালে তিনি সপ্তর্ষীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। দুর্ঘটনার পর ভেঙে পড়া পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সময়ের সঙ্গে তারা শোক কাটিয়ে শক্ত হয়ে দাঁড়াতে পারবেন।

For All Latest Updates

ভিডিও