Sepahijala Congress Deputation : ত্রিপুরার সিপাহীজলা জেলা লেবার অফিসে শনিবার দুপুরে নতুন শ্রম কোডের প্রতিবাদে ডেপুটেশন জমা দিল বিশালগড় জেলা কংগ্রেস। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ও অসংগঠিত শ্রমিক সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশালগড় পলিটিক্যাল ডিস্ট্রিক্ট কংগ্রেসের সভাপতি গোপীনাথ সাহা, যুব কংগ্রেস নেতা টিটু আহমেদ, জেলা কংগ্রেস নেতা আরেফাত ইকবালসহ সংগঠনের অন্যান্য প্রতিনিধিরা।
কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, কেন্দ্রীয় সরকার সম্প্রতি যে নতুন শ্রম কোড জারি করেছে, তা দেশের বিস্তৃত শ্রমজীবী মানুষের নিরাপত্তা ও অধিকারকে বিপন্ন করবে। শুধু শ্রমিক নয়—কৃষক, বেকার যুবক, এমনকি সংবাদমাধ্যমের কর্মীরাও এই সিদ্ধান্তের ফলে তাদের পূর্ববর্তী আইনি সুরক্ষা হারাবেন। গোপীনাথ সাহা জানান, বহুদিন ধরে চালু থাকা শ্রম আইনগুলো বাতিল করে এক নতুন শ্রম কোড আরোপ করা হয়েছে, যা শ্রমিক-বান্ধব নয় বরং তাদের বিপরীতমুখী।
নেতৃত্বের দাবি, ২১ নভেম্বর ২০২৫ তারিখে ভারত সরকারের ঘোষিত এই শ্রম কোড শুধু শ্রমবাজারে অস্থিরতা তৈরি করবে তা-ই নয়, বিভিন্ন ক্ষেত্রে শ্রমিকদের ন্যূনতম নিরাপত্তা ও অধিকারকেও ক্ষতিগ্রস্ত করবে। এই পরিস্থিতিতে ভারতীয় জাতীয় কংগ্রেস অবিলম্বে নতুন শ্রম কোড প্রত্যাহারের দাবি জানাচ্ছে। সেই দাবিই এদিনের ডেপুটেশনের মূল লক্ষ্য।
ডেপুটেশন জমা দিতে কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার মুখপাত্র চিত্ত সূত্রধর, বিশালগড় ব্লক কংগ্রেস সভাপতি দিলীপ চৌধুরী, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আরাফাত ইকবাল ও লিটন ঘোষ, শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি গোবিন্দ দেববর্মা এবং যুব কংগ্রেসের কিতু আহমেদ।
নেতৃত্ব জানান, জেলার লেবার অফিসারের মাধ্যমে তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে একটি মেমোরেন্ডাম পাঠিয়েছেন, যাতে শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট একাধিক দাবি উল্লেখ করা হয়েছে। তাদের মত—দেশের শ্রমিক শ্রেণির স্বার্থ রক্ষায় কেন্দ্রকে দ্রুত পুনর্বিবেচনা করতে হবে, নইলে আন্দোলন আরও জোরদার করা হবে।



