খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Tuesday, 27 January 2026 - 07:45 PM
মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬ - ০৭:৪৫ অপরাহ্ণ

Friedrich Engels Birthday : সিপিআইএম রাজ্য দপ্তরে দার্শনিক ফ্রেডরিক এঙ্গেলসের জন্মদিন উদযাপন*

Friedrich Engels Birthday
1 minute read

Friedrich Engels Birthday : মহান দার্শনিক ও মার্কসবাদী তাত্ত্বিক ফ্রেডরিক এঙ্গেলসের ২০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআইএম রাজ্য দপ্তরে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। দলের প্রবীণ নেতা, প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত ছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএমের অন্যান্য নেতৃত্ব, কর্মী এবং সমর্থকেরা। এদিন এঙ্গেলসের প্রতিকৃতিতে ফুলমাল্য অর্পণের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শঙ্কর প্রসাদ দত্ত। তিনি বলেন, “ফ্রেডরিক এঙ্গেলস শুধু একজন দার্শনিক নন, তিনি ছিলেন মানবমুক্তির এক অনন্য সংগ্রামী। ১৮২০ সালের ২৮ নভেম্বর প্রুশিয়ার বার্মেনে জন্ম নেওয়া এঙ্গেলস শৈশব থেকেই শ্রমজীবী মানুষের কষ্ট-যন্ত্রণা গভীরভাবে অনুভব করেছিলেন। পিতার সচ্ছল ব্যবসায়িক পরিবেশে বেড়ে উঠলেও শ্রমিকদের দুর্দশা তাঁকে আন্দোলিত করেছিল। সেই মানবিক বোধই তাঁকে শ্রমিকবর্গের মুক্তির সংগ্রামে যুক্ত করে।”

দত্ত আরও বলেন, “জার্মান দার্শনিক কার্ল মার্কসের সঙ্গে এঙ্গেলসের ঐতিহাসিক বন্ধুত্ব মানবসভ্যতার চিন্তাচেতনার ইতিহাসে এক অনন্য উদাহরণ। দুজনের যৌথ উদ্যোগেই সমাজ বদলের বৈজ্ঞানিক তত্ত্ব হিসেবে মার্কসবাদ প্রতিষ্ঠিত হয়। ১৮৪৮ সালে প্রকাশিত কমিউনিস্ট ইশতেহার আজও বিশ্বজুড়ে বিপ্লবী আন্দোলনের অন্যতম পথনির্দেশক গ্রন্থ।”

তিনি স্মরণ করিয়ে দেন, এঙ্গেলস শুধু মার্কসের সহ-লেখক নন স্বাধীনভাবেও তিনি বহু তাত্ত্বিক গ্রন্থ রচনা করেছেন যা মার্কসবাদের ভিত্তিকে সমৃদ্ধ করেছে। তার বিশ্লেষণে শিল্পপুঁজিবাদ, শোষণব্যবস্থা ও সমাজগঠনের বৈজ্ঞানিক ব্যাখ্যা পরবর্তীকালে বিশ্বরাজনীতি ও শ্রমিক আন্দোলনে গভীর প্রভাব ফেলেছে।

শঙ্কর প্রসাদ দত্তের কথায়, “যদি পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ বন্ধুত্বের উদাহরণ খুঁজতে হয়, তাহলে মার্কস ও এঙ্গেলসের সম্পর্ক অবশ্যই সেই তালিকার শীর্ষে থাকবে। মানবমুক্তির যে স্বপ্ন তাঁরা দেখেছিলেন, তা আজও শোষণবিরোধী সংগ্রামের পথপ্রদর্শক।”

তিনি মন্তব্য করেন যে জন্মের দুই শতাব্দী পেরিয়েও এঙ্গেলসের চিন্তাধারা নানা প্রজন্মকে শোষণমুক্ত সমাজ গড়ার লড়াইয়ে অনুপ্রাণিত করে চলেছে। তাই আজকের স্মরণসভা শুধু একজন দার্শনিককে শ্রদ্ধা জানানো নয়, বরং মানবমুক্তির ঐতিহাসিক সংগ্রামকে পুনরায় উপলব্ধি করার এক গুরুত্বপূর্ণ মুহূর্ত।

For All Latest Updates

ভিডিও