খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 27 November 2025 - 09:43 PM
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ - ০৯:৪৩ অপরাহ্ণ

EX CM Manik Sarkar : ধর্মনগরে আক্রান্ত সিপিআইএম কর্মীদের দেখতে জিবি হাসপাতালে মানিক সরকার

EX CM Manik Sarkar
1 minute read

EX CM Manik Sarkar : বুধবার রাজনৈতিক সন্ত্রাসে উত্তপ্ত হয়ে উঠে ধর্ম নগর। রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম এর একটি মিছিলে আচমকা হামলা চালায় কিছু দুষ্কৃতী। আর সম্পূর্ণ ঘটনাটি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যক্ষ করে রাজ্যের রাষ্ট্রপতি কালারস প্রাপ্ত পুলিশ প্রশাসন। এমনটাই অভিযোগ তুলেছেন আক্রান্তরা।

পুলিশের সামনেই বহু বাম কর্মীকে মেরে রক্তাক্ত করে দুষ্কৃতীরা। অভিযোগ এই ঘটনার সাথে জড়িত প্রত্যেকেই ছিল শাসক বিজেপি দলের একনিষ্ঠ কার্যকর্তা। তাদের হাতে শাসক বিজেপির পতাকা ছিল। এই ঘটনায় সিপিআইএম কর্মী অমিতাভ দত্ত ও রতন রায় গুরুতর ভাবে আহত হন।

তাদের কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর পর তাদের অবস্থা বেগতিক দেখে নিয়ে আসা হয় জিবি হাসপাতালে । বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন। অমিতাভ দত্ত জানান, দুষ্কৃতীরা বারবার একটি কথাই বলছিল, “ তোমাকে এর আগেও বহুবার মেরেছি, তাও তোমার শিক্ষা হচ্ছে না। “ এই উক্তি তে স্পষ্ট যে বারংবার তাদের উপর এধরণের আক্রমণ সংগঠিত করেছে দুষ্কৃতীরা।

বৃহস্পতিবার আহত দের খোঁজ নিতে হাসপাতালে যান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সঙ্গে ছিলেন মানিক দে সহ অন্যান্য সিপিএম কর্মীরা। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন , এতো দিন বলা হতো আইনের শাসন নেই। তবে বর্তমানে তা জঙ্গলের রাজত্বে পরিণত হয়েছে। সকলের রাজনীতি করার অধিকার আছে। কিন্তু সেই অধিকারই কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। এটা বিজেপির চরম দুর্বলতার প্রমাণ।

উনি অমিতাভ দত্তের বলা উক্তি গুলিও নিজের মুখে আলোচনা করেন। আক্রান্ত দের তুলে কেউ যাতে হাসপাতালে না নেয় সেই হুঁশিয়ারি ও দিতে শোনা যায় দুষ্কৃতী দের মুখে। এই নিয়ে বলতে গিয়ে মানিক সরকার আরও বলেন, এই সমস্ত ঘটনার জন্যে তাদের কে সরাসরি দোষ দেবেন না তিনি। যারা আক্রমণ করেছে তাদের বয়সই বা আর কত ? অমিতাভ বাবুর থেকে অনেক ছোট এরা বয়সে। প্রকৃত দোষী তারা যারা এই অল্প বয়সী যুবকদের মস্তিষ্কে এধরণের মানসিকতা ঢোকাচ্ছে।

কাজেই এটা এভাবে চলতে পারে না। মানুষ সব কিছুই দেখছেন। তারা মুখে যাই বলুক, মানুষ অভিজ্ঞতা নিচ্ছে। তারা চাঁদ দেখে সূর্য বললে বা আম দেখে কাঁঠাল বললেই মানুষ তা মেনে নেবে না। এভাবেই ব্যাঙ্গাত্মক শুরে এদিন শাসক বিজেপির উদ্দেশ্যে বার্তা ছুড়ে দিলেন তিনি।

For All Latest Updates

ভিডিও