খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 27 November 2025 - 01:38 AM
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ - ০১:৩৮ পূর্বাহ্ণ

Udaipur Cpim News : সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে উদয়পুর শহরে লাল মিছিল, প্রতিবাদে সরব বামপন্থী কৃষক সংগঠনের নেতারা

Udaipur Cpim News
1 minute read

Udaipur Cpim News : বুধবার ২৬শে নভেম্বর ছিল সাড়া ভারত কৃষক সভা ও সংযুক্ত কিষাণ মোর্চার দাবীতে দেশ ব্যাপি ২০২০ সালে যে আন্দোলন হয়েছিল তার ৫ম বর্ষপূর্তি। সেই ঐতিহাসিক কৃষক আন্দোলনের ৫ম বর্ষ পূর্তিতে বুধবার দেশের প্রতিটি রাজ্যে মিছিল সংগঠিত হয়।

তারই অঙ্গ হিসেবে এদিন এ রাজ্যেও প্রতিটি জেলা ও মহকুমা স্তরে মিছিল সংগঠিত করেন বামপন্থীরা। এদিন দুপুর ১২ টা নাগাদ উদয়পুর জামতলা সিপিআইএম দলীয় অফিস থেকে সংযুক্ত কিষান মোর্চার উদ্যোগে ৭ দফা দাবিতে উদয়পুর শহরে লাল ঝাণ্ডা হাতে নিয়ে এক মিছিল বের হয়।

এই মিছিলে ছিলেন , রাজ্যের প্রাক্তন বাম মন্ত্রী রতন ভৌমিক, পার্টির মহকুমা সম্পাদক সহ বামের বিভিন্ন শরিক দলের নেতৃত্বরা। উল্লেখ্য, এদিন মিছিলটি উদয়পুর শহরের বিভিন্ন সড়ক পথ পরিক্রমা করে পুনরায় জামতলা টাউন হলের সামনে এসে এক পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বামপন্থি দলের বিভিন্ন নেতৃত্বরা যারা মিছিলে উপস্থিত ছিলেন তারা বলেন , দেশের সরকার প্রতিনিয়ত দেশবাসীকে ঠকিয়ে যাচ্ছেন। বামেরা দাবি করেন , রেগায় দৈনিক ৭০০ মজুরি ও ২০০ দিনের কাজ দিতে হবে । এছাড়া কৃষি ক্ষেত্রে কর্পোরেট প্রবেশ বন্ধ করা সহ মোট ৭ দফা দাবিতে এদিন বামেদের এই সভা সংগঠিত হয় উদয়পুরের বুকে।

এদিনের আলোচনা সমালোচনায় উঠে আসে বিহার নির্বাচন প্রসঙ্গ। যা নিয়েও তীব্র সমালোচনা করা হয়। তাছাড়া বিহারের বিধানসভা ফলাফলের পর এই প্রথম ৭দফা দাবিতে এই মিছিল করা হচ্ছে। উদয়পুরে এদিনের মিছিলে লোক সমাগম ছিল চোখে পড়ার মতো।

For All Latest Updates

ভিডিও