Tripura Trinamool Congress : ত্রিপুরায় বিশেষ সারসংক্ষেপ পুনর্বিবেচনা (SIR) প্রক্রিয়া এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তবু এর আগেই রাজ্যের বিভিন্ন গ্রামীণ এলাকায় বিরোধী দলসমর্থকদের নথিপত্র যাচাইয়ের নাম করে হয়রানি করা হচ্ছে—এমন অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস।
আজ আগরতলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সান্তনু সাহা জানান, বিজেপি কর্মী ও কিছু ব্লো কর্মকর্তা বাঙালি বাসিন্দাদের ‘বাংলাদেশি’ কিংবা ‘রোহিঙ্গা’ আখ্যা দিয়ে হেনস্তা করছেন। তাঁর দাবি, নির্বাচন কমিশন SIR চালু না করলেও এলাকায় এলাকায় গিয়ে ভোটারদের আধার, নথিভুক্ত কাগজপত্র এবং অন্যান্য ব্যক্তিগত ডকুমেন্ট জমা দিতে বলা হচ্ছে।
এই অভিযোগের প্রতিবাদে আজ সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে দুই ঘণ্টার গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করেছিল তৃণমূল। দলটির পক্ষ থেকে আগেই পুলিশের কাছে তথ্য জানানো হয়েছিল। তবে তৃণমূলের অভিযোগ—পুলিশ প্রশাসনের তরফে কোনো উত্তর দেওয়া হয়নি।
তৃণমূল কর্মীরা বিবেকানন্দ ময়দান থেকে মিছিল শুরু করলে পথে পুলিশ তা আটকে দেয়। এর প্রতিবাদে কর্মী-সমর্থকরা রাস্তায় বসে পড়ে এবং স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। তৃণমূলের হুঁশিয়ারি, একজন ভারতীয় নাগরিককেও SIR-এর নামে হয়রানি বা ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার সুযোগ তারা দেবে না।
সান্তনু সাহা আরও বলেন, “জাতীয় নির্বাচন কমিশন যখন এখনো ত্রিপুরায় SIR চালু করেননি, তখন এই নথিপত্র যাচাইয়ের নামে হয়রানি কেন? পশ্চিমবঙ্গে SIR সংক্রান্ত ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে। ত্রিপুরায় আমরা সেই আতঙ্ক ছড়াতে দেব না।” তাঁর অভিযোগ, বিজেপির সহায়তায় প্রশাসন বিরোধীদের আন্দোলন দমাতে চাইছে।
তিনি আরও জানান, তৃণমূল কংগ্রেস রাজ্যের মানুষের পাশে থাকবে এবং যে কোনও বেআইনি পদক্ষেপের বিরুদ্ধে রাস্তায় আন্দোলন চালিয়ে যাবে।
ত্রিপুরায় SIR প্রক্রিয়া এখনো আনুষ্ঠানিকভাবে চালু না হলেও বিরোধীদের অভিযোগ ঘিরে রাজ্যজুড়ে উত্তেজনা বাড়ছে। নথিপত্র যাচাইয়ের নামে সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করা হলে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। তৃণমূল কংগ্রেস জানিয়ে দিয়েছে—ভোটার তালিকা থেকে নাম কাটা কিংবা নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা তারা মানবে না। অন্যদিকে প্রশাসনের নীরবতা ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। SIR ঘোষণার আগেই এ ধরনের ঘটনার ফলে রাজ্যের রাজনৈতিক আবহ কোন দিকে মোড় নেবে, এখন সেদিকেই নজর সকলের।



