খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 27 November 2025 - 01:37 AM
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ - ০১:৩৭ পূর্বাহ্ণ

ABVP MBB College : রেগিং কাণ্ডে অভিযুক্ত এবিভিপির সভাপতি, এসএফআই এর দিকে অভিযোগের তীর

ABVP MBB College
1 minute read

ABVP MBB College : এমবিবি কলেজে চলছে অন্য মাত্রার রাজনীতি। ছাত্র সংগঠন এবিভিপির সভাপতির নামে উঠেছে রেগিং এর অভিযোগ। আর সেই অভিযোগ খণ্ডন করে একে এসএফআই এর চক্রান্ত বলে চালিয়ে দিতে সচেষ্ট অভিযুক্ত নেতা। এদিকে সুবিচার এর দাবী নিয়ে প্রিন্সিপ্যাল এর রুমে তালা ঝোলালো এবিভিপি।

ঘটনার বিবরনে জানা যায়, এমবিবি কলজে এর এবিভিপি ইউনিট এর সভাপতি দ্বিপ্তনু দেব এর বিরুদ্ধে কলেজের ছাত্র কে রেগিং করার মতো গুরুতর অভিযোগ উঠেছে। এই নিয়ে কলেজ এর প্রিন্সিপ্যাল দ্বিপ্তনু কে উনার অফিস কক্ষে ডাকেন। সেখানে উপস্থি ছিলেন আউট পোস্ট এর ওসি , কলেজ এর অন্যান্য প্রফেসর ও।

দ্বিপ্তনু দেব এর অভিযোগ তাকে কে বা কাহারা ফাঁসানোর চেষ্টা করছে। উনি এধরণের কোনো ঘটনা করেন নি। বরং রেগিং একটি অন্যায় এবং এবিভিপি এই অন্যায় কে কোনোভাবেই প্রশ্রয় দেয় না। তাছাড়া এবিভিপির বিরোধী সংগঠন এসএফআই বরাবরই তাদের কে নানাভাবে কালিমালিপ্ত করার চেষ্টা চালাচ্ছে। বিবিএমসি কলেজ, এমবিবি কলেজ এর দেওয়ালে তারা বরাবরই জয়েন এসএফআই লিখছে। তারাও দ্বিপ্তনু কে ফাঁসানোর চেষ্টা করতে পারে বলে অভিযোগ তার। মূলত , তার বিরুদ্ধে কে বা কারা অভিযোগ করেছে সেই নিয়ে খোলসা করে কিছুই জানাচ্ছেন না প্রিন্সিপ্যাল। আর তাই তাদের এই ক্ষোভ।

এবিভিপির নেতা দ্বিপ্তনু দেব এর আরও বক্তব্য, যদি তার কোনো দোষ থেকে থাকে তবে তাদের সংগঠন এর শীর্ষ নেতৃত্ব আছেন তাদের কাছে অভিযোগ করা যেত। তারা ঠিক করতেন। কিন্তু বাইরের লোক এসে কেন বিচার করবে ? মূলত কলেজ কর্তৃপক্ষ কে বাইরের বলে আখ্যা দিয়ে এবিভিপি কেই সর্বোচ্চ দরজা দিলেন দ্বিপ্তনু। এমনটাই বোঝা গেল তার বক্তব্যে।

এদিকে প্রিন্সিপ্যাল এর রুম লক করে এদিন এবিভিপির ছাত্র ছাত্রীরা তার রুমের বাইরেই ধর্নায় বসে পরে। তাদের দাবী কারা এই অভিযোগ দায়ের করেছে তার নাম প্রকাশ্যে আনতে হবে। নতুবা তারা এর শেষ দেখে নেবেন।

বলা বাহুল্য, যত দিন গড়াচ্ছে ছাত্র রাজনীতি একেবারে নষ্টামির শেষ পর্যায়ে গিয়ে পৌঁছেছে। রাজনীতির নামে একাংশ নিজেরাই স্কুল কলেজের পরিবেশ নষ্ট করে চলেছে। সংগঠন এর নেতাদের নামেই উঠছে অভিযোগ। এরা কিভাবে আগামী দিনে কলেজ এর পরিবেশ এর স্বচ্ছতা বজায় রাখবে সেই নিয়ে এক প্রকার চিন্তিত শিক্ষার্থীদের অভিভাবক মহল ও।

For All Latest Updates

ভিডিও