খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 24 January 2026 - 07:35 PM
শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ - ০৭:৩৫ অপরাহ্ণ

Biplab Kumar Deb : সাংসদ বিপ্লব কুমার দেব এর জন্ম দিনে বৃদ্ধাশ্রমে আবাসিক মায়েদের মধ্যাহ্ন ভোজের আয়োজন

Biplab Kumar Deb
1 minute read

Biplab Kumar Deb : প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব এর জন্ম দিন কে কেন্দ্র করে আপনা ঘর বৃদ্ধাশ্রমে বৃদ্ধা মায়েদের জন্যে মধ্যাহ্ন ভোজের আয়োজন করলেন সার্বজনীন শ্রী শ্রী ননদেশর শিবলিঙ্গ ও বীর হনুমান মন্দির পূর্ব পাড়া সিধাই মোহনপুর কমিটি।এই আয়োজনে যুক্ত হন বিজেপি যুব মোর্চার সদস্যরা। ছিলেন সম্রাট রায় , সুব্রত সরকার, বিশ্বজিৎ সাহা সহ অনেকেই।

২৫শে নভেম্বর মঙ্গলবার ছিল পশ্চিম ত্রিপুরা লোক সভার সাংসদ বিপ্লব কুমার দেব এর জন্মদিন। তার অনুগত রা তার শ্রী বৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। এছাড়াও উনার জন্ম দিন কে কেন্দ্র করে সামাজিক কাজে ব্রতী হয়েছেন উক্ত সংস্থা।

এছাড়াও এদিন বরজলা স্থিত আপনা ঘর বৃদ্ধাশ্রমে আবাসিক মায়েদের সাথে জন্মদিনটি পালন করেন দলীয় কর্মীরা। তার পাশাপাশি মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয় । বিশালগড়ে ও মণ্ডল বিজেপির উদ্যোগে বিপ্লব দেব এর জন্ম দিবস উপলক্ষে বেশ কিছু কর্মসূচী হাতে নেওয়া হয় এদিন। যেখানে বিধায়ক থেকে শুরু করে মণ্ডল নেতা নেত্রী সকলেই উপস্থিত ছিলেন।

এদিন বৃদ্ধাশ্রমে বৃদ্ধা মায়েদের নিয়ে বিপ্লব কুমার দেব এর জন্ম দিবস পালন করে সম্রাট রায় জানান, প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান সাংসদ বিপ্লব দেব এর জন্ম দিন টি একটু আলাদা ভাবে পালনের চেষ্টা করেছেন তারা। উনার দীর্ঘায়ু এবং সুস্থ্যতা কামনা করেই এই আয়োজন। আগামী দিনে উনি বহুদুর এগিয়ে যান এবং উনার পাশে তারা আছেন ও আগামী দিনেই উনার পাশে থেকে কাজ করে যাবেন বলেও জানান সম্রাট রায়।

For All Latest Updates

ভিডিও