খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 27 November 2025 - 01:36 AM
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ - ০১:৩৬ পূর্বাহ্ণ

Amtali Porokiya News : পরকীয়ায় ঘর ভাঙল! কোলে শিশুকে নিয়ে থানায় অসহায় বাবার আর্তি

Amtali Porokiya News
1 minute read

Amtali Porokiya News : সাম্প্রতিক এমনই একটি ঘটনায় সরকারি ব্যবস্থার সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে উঠেছে। রবিবার রাতে আমতলী থানায় হাজির হন মহেশখলা দাসপাড়া এলাকার বাসিন্দা রাজিব সরকার। কোলে দেড় বছরের শিশু সন্তান পাশে ভেঙে পড়া এক বাবা। অভিযোগ— তার স্ত্রী সীমা দেবনাথ এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে শিশুটিকে ফেলে পালিয়ে গিয়েছেন।

চার বছর আগে বিয়ে হয়েছিল রাজিব ও সীমার। বিয়ের পর জন্ম হয় এক পুত্রসন্তানের। অভিযোগ, মোবাইলের মাধ্যমে সীমা দেবনাথের পরিচয় হয় এক যুবকের সঙ্গে এবং পরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। শনিবার সেই প্রেমিকের হাত ধরেই ঘর ছাড়েন সীমা।

পুলিশ রাজিব সরকারকে জানিয়েছে, নিখোঁজ স্ত্রীকে উদ্ধারের চেষ্টা করা হবে। তবে আইন অনুযায়ী পরকীয়া কোনও ফৌজদারি অপরাধ না হওয়ায় বিশেষ ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। এ কারণেই বহুবার থানার সাহায্য নিয়েও পরিবারগুলো পুনর্মিলনের পথে ফিরতে পারেন না— এমনটাই জানান পুলিশ কর্মকর্তারা।

ঘটনার রাতেই থানা প্রাঙ্গণে শিশুটির কান্না ও মায়ের খোঁজে তার অসহায় চাহনি দেখে উপস্থিত অনেকে আবেগাপ্লুত হন। অনেকের মুখ থেকে শোনা যায়— “কেমন মা হলে নিজের ছোট্ট সন্তানকে ফেলে চলে যেতে পারে?”

পরকীয়ার কারণে ভেঙে যাওয়া সংসারের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। শুধু দু’জন প্রাপ্তবয়স্কের সিদ্ধান্তেই শেষ হয়ে যাচ্ছে দুটি পরিবার, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা— যারা মা–বাবার স্নেহ থেকে বঞ্চিত হয়ে মানসিক আঘাতের শিকার হচ্ছে।

এদিকে ক্রমবর্ধমান এসব ঘটনার জেরে অনেকে ভারতের সংবিধানে কঠোর আইন প্রণয়নের দাবি তুলেছেন— যাতে বিবাহিত ব্যক্তিরা পরকীয়ায় জড়িয়ে সংসার ভাঙলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হয়। দাবি উঠছে, আইন যদি না বদলায়, ভবিষ্যতে এ ধরনের ঘটনা “সামাজিক ভাইরাসের” মতো ছড়িয়ে পড়বে।

ব্যক্তিগত সম্পর্ক–সংক্রান্ত অপরাধকে অপরাধী করার প্রশ্নটি জটিল এবং সংবিধানের ব্যক্তিগত স্বাধীনতার সঙ্গে জড়িত। তবে পরিবার–সন্তান–সমাজ— সব পক্ষের স্বার্থ বিবেচনায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হওয়া উচিত বলে মত তাদের একাংশের।

For All Latest Updates

ভিডিও