খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 27 November 2025 - 01:36 AM
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ - ০১:৩৬ পূর্বাহ্ণ

Sonamura News : সোনামুড়ায় নাবালিকা অপহরণ কান্ডে বাবা–ছেলে গ্রেফতার

Sonamura News
1 minute read

Sonamura News : সোনামুড়া থানার অন্তর্গত এলাকায় নাবালিকা অপহরণের অভিযোগে এক বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি প্রকাশ্যে আসতেই স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সোমবার দুই অভিযুক্তকে আদালতে হাজির করে পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে বলে জানা গেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৭ নভেম্বর সোনামুড়া থানায় এক নাবালিকাকে অপহরণের অভিযোগ দায়ের করা হয়। তদন্তে মূল অভিযুক্তদের পরিচয় চিহ্নিত করার পর রবিবার রাতে খেদাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে রানা দাস নামের এক যুবক এবং তার বাবা সুমন্ত দাসকে আটক করা হয়।

পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে নাবালিকাকে প্রলোভন দেখিয়ে বাড়ির বাইরে নিয়ে যাওয়া হয়েছিল। ঘটনার পর থেকেই মেয়েটিকে খুঁজে না পেয়ে পরিবার থানায় অভিযোগ করে।

পুলিশ জানায়, ধৃতদের বিরুদ্ধে অপহরণসহ সংশ্লিষ্ট ধারায় মামলা নেওয়া হয়েছে। এদিকে ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন মহল থেকে দ্রুত তদন্ত সম্পন্ন করে কঠোর শাস্তির দাবি উঠছে।

নাবালিকা অপহরণের মতো সংবেদনশীল ঘটনায় বাবা–ছেলের জড়িত থাকার অভিযোগ এলাকাজুড়ে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। পুলিশের দ্রুত পদক্ষেপে অভিযুক্তদের গ্রেফতার করা হলেও —দ্রুত তদন্ত শেষ করে দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে । একই সঙ্গে এমন ঘটনা যাতে পুনরায় না ঘটে, সেই বিষয়ে পরিবার, সমাজ ও প্রশাসনকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন অনেকেই।

For All Latest Updates

ভিডিও