খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 27 November 2025 - 01:36 AM
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ - ০১:৩৬ পূর্বাহ্ণ

CM Dr Manik Saha : দীপান্বিতা পালের মর্মান্তিক মৃত্যুতে মুখ্যমন্ত্রীর শোক প্রকাশ*

CM Dr Manik Saha
1 minute read

CM Dr Manik Saha : ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী দীপান্বিতা পালের অকাল প্রয়াণে গভীর দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। আজ তিনি যোগেন্দ্রনগরে গিয়ে মৃতার পরিবারের সঙ্গে দেখা করেন এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, দীপান্বিতা জিবি হাসপাতালে ভর্তি থাকার সময় থেকেই তাঁর দপ্তর চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছিল। চিকিৎসকরা সর্বশক্তি দিয়ে চেষ্টা করলেও শিশুটিকে আর বাঁচানো সম্ভব হয়নি বলে তিনি জানান।

ঘটনাটির তদন্ত প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, জেলা শাসক ও শিক্ষা দপ্তরের অধিকর্তাকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে এলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে সরকার।

শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, এই কঠিন সময়ে রাজ্য সরকার পরিবারের পাশে দাঁড়াবে এবং প্রয়োজনীয় সব সহায়তা প্রদান করবে।

দীপান্বিতা পালের আকস্মিক মৃত্যু সমগ্র এলাকাকে শোকে স্তব্ধ করে দিয়েছে। মুখ্যমন্ত্রীর আশ্বাস ও সরকারি তদন্তের নির্দেশ ঘটনায় স্বচ্ছতা ও ন্যায়বিচারের আশার সঞ্চার করেছে পরিবার ও স্থানীয়দের মধ্যে। পাশাপাশি, শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দিয়েছে প্রশাসন। এই দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ হবে বলেই আশা করছে রাজ্যবাসী।

For All Latest Updates

ভিডিও