BNP thread to India
রস্যি জল গায়ি বল নেহি গায়া , ভারতের ক্ষমতা সম্পর্কে বেমালুম বিএনপির ভারত দখলের হাস্যকর হুমকি
নিউ ফিয়ার আনলকড বাই বিএনপি !
সামাজিক মাধ্যমে এই নিউ ফিয়ার আনলকড শব্দটা বহুল প্রচলিত। তাই একটু খানি এঁটে দেওয়া হল আর কি। এবার আসছি মূল কথায়। বাংলাদেশের উল্লেখযোগ্য এবং তুমুল সমালোচিত মৌলবাদী রাজনৈতিক দল তথা সংগঠন বিএনপি নাকি ভারত দখল করবে বলে হুমকি দিয়েছে। ভারত বাসী হিসেবে এই উক্তি যথাযত ভাবেই হাস্যকর।
খবরে প্রতিবাদে আমরা একটি প্রতিবেদনে সুস্পষ্ট ভাবে বর্ণনা করেছিলাম যে ভারত ও বাংলাদেশের মধ্যে যদি কখনো যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় তবে কার জয় বা পরাজয় হতে পারে। যেখানে ভারত বিশ্বের চতুর্থ সামরিক শক্তিশালী দেশ সেই ভারত কে দখল করতে মরিয়া হয়ে উঠেছে ৩৭ তম সামরিক শক্তির অধিকারী ভারতের মদতে পাক সেনার অকথ্য অত্যাচার থেকে রেহাই পাওয়া খুদে বাংলাদেশ। আয়তনের দিক থেকে ভারতের কুড়ি ভাগের এক ভাগ বাংলাদেশের মৌলবাদী বিএনপি নেতার দাবী তারা নাকি ভারতের পশ্চিমবঙ্গ, বিহার ও উত্তর পূর্বাঞ্চল দখল করবে। সত্যিই হাস্যকর।
ভারতের সামরিক শক্তির আন্দাজ থাকলে যুদ্ধের প্রসঙ্গ উত্থাপনের আগেও দু বার হিসেব করে নিতেন তিনি। কিন্তু নিজেদের দম্ভ আর একচেটিয়া ভারত বিরোধী মনোভাব আঁখেরে তাদের শুভবুদ্ধি ধ্বংস করে একেবারে নির্বুদ্ধিতা সমেত ভুল সিদ্ধান্ত নিতে বারবার ইন্ধন দিচ্ছে। এটা বুঝতেই পারছেন না মৌলবাদী জামাত ও বিএনপি।
এবার বিএনপি নেতা রুহুল কাবির রিজভি এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ভারত কে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি বাংলাদেশের বিরুদ্ধে ভারতের মনে কোনো অশুভ পরিকল্পনা থাকে তবে ভারতের বাংলা , বিহার ও উড়িষ্যা নিয়ে যাবে বাংলাদেশ। মানে মামার বাড়ির মোয়া !
বিশ্ব মানচিত্রে কোন অবস্থানে দাঁড়িয়ে বাংলাদেশ , কি পরিমাণ শক্তির অধিকারী তারা, কতটা নির্ভরশীল বাংলাদেশ ভারতের উপর এই সমস্ত কিছুর ঊর্ধে এখন ভারত বিরোধী শ্লোগান। ভারত এর কোলে শিশুর মতো আশ্রিত বাংলাদেশ – এমনটাই নেটিজেনরা ধারণা করেন। তারাই যখন ভারত কে হুঁশিয়ারি দেয় তখন তাদের চেতনা , জ্ঞান , বিবেক সমস্ত কিছুই প্রশ্ন চিহ্নের মুখে দাড়ায়।
এই বিএনপি নেতার উস্কানি মূলক বক্তব্য আঁখেরে বাংলাদেশে হতে চলা বিদেশ মন্ত্রকের বৈঠক কে বাঞ্চাল করার একটি পূর্ব পরিকল্পনা ও হতে পারে বলে দাবী করছেন অনেকেই।