20 aged housewife dead

রাজধানী আগরতলার অদূরে বলদাখাল এলাকাধীন গোমতী নদীর জলে দিন দুপুরে এক মৃতদেহ ভেসে উঠার ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য। ঘটনা স্থল কে ঘিরে শত শত লোকের মাঝে গুঞ্জন। ঘটনা সোমবার দুপুর আনুমানিক ৩.৩০ মিনিটে।
প্রতিদিনের মতোই জেলে রা জ্বাল ও বরশী নিয়ে গোমতী নদীতে মাছ ধরতে নামে। হঠাৎ করে বলদাখাল এলাকার এক জেলে কিছু একটা ভেসে উঠতে দেখে চিৎকার করে উঠে। মৃতদেহ বলে চেঁচাতে চেঁচাতে জেলে ছুটে এসে স্থানীয়দের ঘটনা জানাতেই মুহূর্তের মধ্যে ভিড় জমে যায় নদীর আশপাশে। ঘটনা প্রত্যক্ষ করতে পেরে আগরতলা পূর্ব থানায় খবর পাঠানো হয়। তৎক্ষণাৎ পূর্ব থানার ওসি এবং অন্যান্য পুলিশ কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে। দীর্ঘ প্রায় ঘণ্টা খানেক বাদে ভেসে উঠা মৃতদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিক অবস্থায় পুলিশ অনুমান করেছিল যে মৃতদেহটি নিখোঁজ হওয়া কোনো ব্যাক্তির হতে পারে। সেই অনুযায়ী রেশম বাগান স্থিত মিসিং ডায়েরি করা এক পরিবারে খবর পাঠানো হয়।
উল্লখ্য, গতকাল অর্থাৎ রবিবার রেশম বাগানের এক গৃহবধূ নিখোঁজ হয়ে যায় বলে থানায় মিসিং অভিযোগ দায়ের করেছিল তার স্বামী চন্দন দেবনাথ। সেই সুত্র ধরেই এদিন মৃতদেহ উদ্ধার হবার পর চন্দন দেবনাথ ও তার পরিবার কে খবর পাঠায় পুলিশ। খবর পেয়ে তড়িঘড়ি ছুটে এসে মৃতদেহটি শনাক্ত করলে জানা যায় রবিবার নিখোঁজ হয়ে যাওয়া গৃহবধূরই মৃতদেহ এটি। মৃতার নাম জয়েন্তি দেবনাথ। বয়স ২০ বছর। ২০ বছর বয়সী গৃহবধূর মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য দেখা দেয় গোটা বলদাখাল এলাকায়। মৃতার স্বামী তথা রেশম বাগান এর বাসিন্দা চন্দন দেবনাথ জানান উনার স্ত্রী জয়েন্তী দেবনাথ রবিবার সকাল আনুমানিক ১০ টা নাগাদ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। সারাদিন খোঁজাখুঁজির পর উনার স্বামী এবং পরিবারের লোকজন জয়েন্তীর নিখোঁজ হওয়ার বিষয়ে থানায় মামলা করেন। তিনি আরও জানান জয়েন্তী দেবনাথ এর কিছুটা নার্ভের সমস্যা ছিল। প্রায়শই এভাবে বাড়ি থেকে বেড়িয়ে যেতেন। রবিবারে ও সকাল ৮টা নাগাদ বাড়ি থেকে বেড়িয়ে গেলে স্থানীয়রা তাঁকে ধরে তার বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। কিন্তু ১০ টার সময় সে সুযোগ পেয়ে আবারো বাড়ি থেকে বেড়িয়ে গেলে তাঁকে আর খুঁজে পাওয়া যায়না। অবশেষে আজ বলদাখাল ব্রিজ এর নীচে গোমতী নদীর জলে তার নিথর দেহ পাওয়া যায়। অনুমান করা হচ্ছে মানসিক ভাবে অবসাদ গ্রস্থ ছিল জয়েন্তী। পারিবারিক কোনোরূপ সমস্যা , ঝোট ঝামেলা কিছুই ছিল না। অসুস্থতার জেরেই নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছে ২০ বর্ষীয় এই গৃহবধূ। এমনটাই জানিয়েছেন তার স্বামী ও এলাকাবাসী। পুলিশ জানিয়েছেন মৃতদেহের ময়না তদন্তের পরেই মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা যাবে। তবে ২০ বর্ষীয়া গৃহবধূর এহেন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছরিয়েছে গোটা বলদাখাল এলাকায় সাথে শোকের ছায়া নেমে এসেছে মৃতার পরিবারের উপর।

Leave A Reply