18 leaders Left BJP in Assam : আসামে বিজেপি দলে বড় সড় পতনের খবর । ২০২৬ এর বিধানসভা নির্বাচনের একেবারে প্রাক মুহূর্তে হেমন্ত বিশ্ব শর্মা কে মাস্টার স্ট্রোক দিয়ে ১৮ জন দলীয় নেতৃত্ব বিজেপি থেকে ইস্তফা দিয়েছেন। জুবিন গরগের মৃত্যুর পরপরই বিজেপি তে বড়সড় ভাঙ্গনের খবর উঠে এসেছে। উল্লেখযোগ্য বিষয়, পদত্যাগ কারী দের মধ্যে রয়েছেন আসামের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গোহেইন।
আগামী বছরেই হতে চলেছে অসমে বিধানসভা ভোট। তার আগেই অসম রাজ্যে বড়সড় ধাক্কা খেয়েছে গেরুয়া দল বিজেপি। নিজেদের আপেক্ষিক গোষ্ঠী কোন্দল এর জেরেই এবার দল ছাড়তে হয়েছে তাবড় তাবড় নেতৃত্ব দের। যার মধ্যে একজন আবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও ছিলেন।
অসমে এই মুহূর্তে এমনিতেই কিংবদন্তী শিল্পী জুবিন এর মৃত্যু কে ঘিরে শোকের আবহ। তাছাড়া তার মৃত্যু রহস্য উন্মোচন করতে গিয়ে শাসক শিবির এর দিকেও কাঁদা ছুড়াছুড়ি চলছেই। এরই মধ্যে ১৮ জন নেতার একসাথে বিজেপি থেকে ইস্তফা দেওয়া আরও বড় রকমের ধাক্কা। এর থেকেই প্রমানিত হচ্ছে, অসমে বিজেপির গোষ্ঠী কোন্দল পাশাপাশি হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে খুশি নন বিজেপির অন্যান্য নেতারা।
তারই প্রতিফলন ঘটে গেল বৃহস্পতিবার। অসমের প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজেন গোহেইন এর নেতৃত্বে আরও ১৭ জন নেতা দলের রাজ্য সভাপতির নিকট ইস্তফা পত্র তুলে দিয়েছেন। জানিয়েছেন অসম বিজেপি কে বিদায়। গোহাইন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও চার বারের সাংসদ ছিলেন । ফলে তাঁর দলত্যাগ বিজেপিকে অস্বস্তিতে ফেলে দিয়েছে বলেই মনে করা হচ্ছে।
গোহাইন দাবি করেছেন , অসমের মানুষের সঙ্গে প্রতারণা করেছে বিজেপি। রাজ্যের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি পালন করতে পারেনি হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকার। উল্টে তাদের কে ঠকানো হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ সাইকিয়ার কাছে চিঠি পাঠিয়ে গোহাইন তাদের পদত্যাগ এর কথা জানিয়েছেন।
এছাড়া দলের সদস্যপদ এবং তার সঙ্গে অন্যান্য যে দায়িত্ব তাঁর উপর ছিল, সবকিছু থেকে তিনি ইস্তফা দিচ্ছেন বলেও জানিয়েছেন চিঠিতে । উল্লেখ্য, রাজেন গোহেইন ২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত মোদি সরকারের কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
তার মতবাদের সাথে হিমন্ত বিশ্ব শর্মার মতাদর্শের ফারাক চলছিল বহুদিন যাবত। এই নিয়ে অসমের রাজনৈতিক ময়দান গরম ও হয়ে উঠেছিল। তবে শেষে অসমের রাজনীতি তে তা ব্যাপক ভাবে প্রভাব বিস্তার করেছে। আর সেই থেকেই দল ও দলীয় কর্মী দের থেকে দুরত্ব বারাচ্ছিলেন রাজেন গোহেইন। এই ইস্তফা তারই পরিণতি।
তবে অসমের এই ১৮ জন দক্ষ রাজনীতি বিদ এর এই আচমকা পদক্ষেপ আসন্ন ২০২৬ এ অসম নির্বাচনে ব্যাপক ভাবে প্রভাব ফেলবে এমনটাই অনুমান করা হচ্ছে। যদিও এই ১৮ জন পরবর্তী তে কোন দলে যোগ দেবেন সেই নিয়ে আপাতত কোনো তথ্য নেই। কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার আগামী নির্বাচনে জোরদার টক্কর পেতে চলেছে রাজেন দের তরফ থেকে , এমনটাই গুঞ্জন । তবে শেষ ফলাফল কি হবে সেটাই দেখার বিষয়।