খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 2 July 2025 - 10:21 AM
বুধবার, ২ জুলাই ২০২৫ - ১০:২১ পূর্বাহ্ণ

Yuva congress and NSUI files deputation : ছাত্রদের ভবিষ্যৎ বিপন্ন, বিদ্যালয় বন্ধ করে দেবার সিদ্ধান্ত খারিজ করার দাবীতে সম্মিলিত কংগ্রেসের যুব শক্তি

Yuva congress and NSUI files deputation
1 minute read
Yuva congress and NSUI files deputation

রাজ্যের ১৬০ টির ও বেশি সরকারি স্কুল , বিশেষ করে পাহাড়ি অঞ্চলে থাকা বেশ কিছু স্কুল কে বন্ধ করে দেওয়ার নোটিশ বেরিয়েছে রাজ্য সরকারের তরফে। আর এই সিদ্ধান্ত গৃহীত হবার খবর চাউর হতেই বিরোধীরা এবার উঠে পরে লেগেছে। শুধু মাত্র বিরোধী রাজনৈতিক দলই নয়। সাধারণ মানুষ জন , অভিভাবক মহল ও এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করছেন।
রাজ্যের শিক্ষার্থীদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? সেই প্রশ্নই তুলছেন সকলে। আর এই প্রয়াস রুখতে এবার ময়দানে নেমে লড়াই করতে দেখা গেল যুব কংগ্রেস কে। কংগ্রেসের যুব শক্তি যুব কংগ্রেস এবং ছাত্র সংগঠন এনএসইউআই এর পক্ষ থেকে যৌথভাবে আজ ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন এর ডাইরেক্টর এর নিকট এক মেমোরেন্ডাম প্রদান করা হয়। এদিনের কর্মসূচী তে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা, আমির হোসেন , মিডিয়া ইন চার্জ শ্রেয়সী লস্কর সহ অন্যান্যরা । এদিন মেমোরেন্ডাম জমা দিয়ে বেড়িয়ে যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা বলেন, এই বিদ্যালয় বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে চরম ক্ষয় ক্ষতির সম্মুখীন হতে হবে স্কুল পড়ুয়াদের। অন্যদিকে রাজ্য সরকার এই বিদ্যালয় গুলিকে বন্ধ করে অন্যান্য বিদ্যালয়ের সাথে মার্জ করে দিতে চাইছে। এর ফলে বহু শিক্ষার্থী দূর দুরান্ত থেকে বিদ্যালয়ে পরাশুনা করতে যেতে পারবে না। যার ফলে রাজ্যে শিক্ষিতের হাড় কমে আসবে। অশিক্ষার অন্ধকারে আচ্ছাদিত হয়ে যাবে বহু শিশুর ভবিষ্যৎ। তাই এধরণের অপ প্রচেষ্টা কে বন্ধ করতে হবে।

বিধায়ক বনাম চেয়ারম্যান এর দন্ধ আজো তাজা
ভিডিও