খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 11 October 2025 - 06:42 PM
শনিবার, ১১ অক্টোবর ২০২৫ - ০৬:৪২ অপরাহ্ণ

Women Arrested : নেশা বাণিজ্যের জালে জড়িয়ে স্বাবলম্বী হওয়ার পথে, ধৃত মহিলা কারবারি আমতলীতে

Women Arrested
1 minute read

Women Arrested : রাজ্য সরকার যখন মহিলাদের স্বনির্ভর করে তুলতে একাধিক প্রকল্প ও উদ্যোগ গ্রহণ করছে, তখন কিছু মহিলার একাংশ বিকল্প পথ হিসেবে বেছে নিচ্ছেন অবৈধ নেশা বাণিজ্যকে। সম্প্রতি আমতলী থানার অন্তর্গত মতিনগর এলাকা থেকে উঠে এল তেমনই এক উদ্বেগজনক ঘটনা।

মঙ্গলবার রাতে আমতলী থানার পুলিশ অভিযান চালিয়ে মতিনগরের বাসিন্দা মিনা বেগমের বাড়ি থেকে উদ্ধার করেছে প্রায় ২১ গ্রাম ব্রাউন সুগার, যা দুটি প্যাকেটে মজুত ছিল। পুলিশের সূত্রে খবর, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন আমতলী থানার ওসি পরিতোষ দাস।

ওসি জানান, “আমরা গোপন সূত্রে জানতে পারি, মিনা বেগমের বাড়িতে নিষিদ্ধ মাদক মজুত রয়েছে। তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে অভিযান চালানো হয় এবং উল্লেখযোগ্য পরিমাণে ব্রাউন সুগার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য এক লক্ষ টাকা।

ঘটনার পরেই ধৃত মিনা বেগমকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই মহিলা স্বীকার করেন যে, এই বাণিজ্যে তিনি একা নন। তার সঙ্গে জড়িত পশ্চিম জেলার শ্রীনগর থানার অন্তর্গত গাবর্দি এলাকার বাসিন্দা সোহাগ মিয়া নামক এক ব্যক্তি। পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছে।

ঘটনার প্রেক্ষিতে এনডিপিএস আইনে মামলা রুজু করে, মিনা বেগমকে বুধবার আদালতে পেশ করে পুলিশ রিমান্ডের আবেদন জানায়।

উল্লেখ্য, মতিনগর ও সংলগ্ন ফুলতলী এলাকাগুলি বহুদিন ধরেই মাদক বাণিজ্যের গোপন ঘাঁটি হিসেবে পরিচিত। এর আগেও একাধিকবার পুলিশ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ নেশাজাত দ্রব্য উদ্ধার করেছে এই অঞ্চল থেকে।

এই ঘটনার মাধ্যমে ফের একবার স্পষ্ট হয়ে উঠছে যে, মহিলাদের স্বাবলম্বী হওয়ার প্রচেষ্টায় একটি অংশ ভুল পথে পা বাড়াচ্ছেন, যা শুধু তাদের নয়—সমগ্র সমাজের পক্ষেই বিপজ্জনক।

For All Latest Updates

ভিডিও