Whatsapp

ভারত ছেড়ে চলে যেতে পারে হুয়াটসাপ। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। ভারত থেকে বিদায় নিতে পারে এই গ্লোবাল সোশ্যাল প্ল্যাটফর্ম। কেন হতে পারে এমন, তার পেছনে রয়েছে একটি বড় কারণ।
হুয়াটসাপ গোটা বিশ্বে সবচাইতে জনপ্রিয় এবং সর্বাধিক ব্যবহৃত একটি অনলাইন প্ল্যাটফর্ম। যেখানে আপনি নিশ্চিন্তে এবং নিরাপদে যে কোনো তথ্য শেয়ার করতে পারবেন, কিংবা নির্ভয়ে যে কারো সাথে কথা বলতে পারবেন। যে কোনো ম্যাসেজ করতে পারবেন । আর সেই তথ্য আপনার এবং আপনার চেটিং পার্টনার ছাড়া তৃতীয় কারো গোচরে আসার কোনো পথ নেই। কারণ হুয়াটসাপ নিজের প্রাইভাসি পলিসি নিয়ে অনেকটাই যত্নবান আর এটাই এই প্ল্যাটফর্ম এর বিসেশত্ব। যে কারণে বিশ্বে সবচাইতে বেশি পরিমানে যদি কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহৃত হয় তবে নিঃসন্দেহে তা হল এই হুয়াটসাপ।
কিন্তু ২০২১ সালে ভারত সরকার হুয়াটসাপ কে নিজের প্রাইভেসি পলিসি পরিবর্তন করতে নির্দেশ দেয়। যেখানে বলা হয় যে শুধু ভারতের জন্যেই যেন হুয়াটসাপ এর প্রাইভেসি পলিসি পাল্টে দেওয়া হয়। হুয়াটসাপে যে ম্যাসেজ গুলো আমরা সাধারণত ফরোয়ার্ড ম্যাসেজ হিসেবে পাই, সেগুলির মূল উৎস কোথায় সেই তথ্য যেন হুয়াটসাপ থেকে পাওয়া যায় , তেমন পলিসি তৈরির জন্যে বলা হয় ভারত সরকারের তরফ থেকে। কিন্তু এই গোটা নির্দেশ কে নাকচ করেছে হুয়াটসাপ।
নিজের কঠিন এঙ্ক্রিপ্টেদ প্রাইভাসি পলিসির জন্যেই হুয়াটসাপ জনপ্রিয়। আর সেই জনপ্রিয়তা হাড়িয়ে ভারত সরকারের এই নির্দেশ কে মান্যতা দিতে একেবারেই রাজী নয় হুয়াটসাপ। হুয়াটসাপ এর মাদার কোম্পানি মেটার পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে। যে কোনো কিছুর বিনিময়েই তাদের পলিসি পরিবর্তিত হবে না।
বিষয় টি ২০২১ সালে দিল্লী হাই কোর্টে উঠেছিল। তখনই এই বিষয়ে স্পষ্ট বার্তা দেয় হুয়াটসাপ। এবার ২৫শে এপ্রিল পুনঃ সুনানি তে ও হুয়াটসাপ নিশ্চিত করেছে। প্রয়োজনে ভারত থেকে বিদায় নেবে হুয়াটসাপ কিন্তু পলিসি পরিবর্তন হবে না। ভারতের মতো একটি দেশ যেখানে রোজ কোটি কোটি তথ্য হুয়াটসাপ এর মাধ্যমে শেয়ার হচ্ছে সেখানে হুয়াটসাপ এর নিজস্ব লাভ এর কথা বাদ দিয়ে নিজের আইডিওলজি কে প্রাধান্য দেওয়ার সিদ্ধান্ত সত্যিই কুর্নিশ পাওয়ার যোগ্য। তবে ভারত সরকার কেন এই নির্দেশ দিয়েছে সেটাও একটা বড় প্রশ্ন। বলা হচ্ছে যে হুয়াটসাপ মাধ্যমে বিভিন্ন আপত্তিকর পোস্ট সহসাই ভাইরাল হয়ে যাচ্ছে। এধরণের পোস্ট ঠিক কারা করছেন কিংবা এদের উৎস কোথায় সেটা জানতেই হুয়াটসাপ কে পলিসি পরিবর্তনের কথা বলা হয়েছিল।
২৫শে এপ্রিল এর সুনানির পর আগামী ১৪ ই আগস্ত পুনরায় সুনানি হবে। তবে এই মুহূর্তে একটিভ থাকবে হুয়াটসাপ। ১৪ই আগস্ট এর রায় এর পর দেশে থাকবে হুয়াটসাপ নাকি ভারত থেকে বিদায় নেবে, সেটাই দেখার

Whatsapp
Whatsapp
Leave A Reply