Weed rescued from truck
আবারো বিশাল পরিমাণ গাঁজা আটকে সাফল্য পেল পুলিশ। বহিঃরাজ্যে পাচার এর উদ্দেশ্যে রউনা দিতেই পুলিশের হাতে ধরা পড়লো গাঁজা বোঝাই লরি। যান যায় গোপন খবরের ভিত্তিতে শনিবার চন্দ্রপুর এলাকা থেকে একটি পাঞ্জাব বডি ট্রাকের ভেতরে তল্লাশি চালিয়ে তার থেকে প্রায় ৩৫০ কেজি গাঁজা উদ্ধার করল পূর্ব আগরতলা থানার পুলিশ। এই অভিযানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার সহ অন্যান্যরা । উদ্ধার কৃত গাজার বাজার মুল্য আনুমানিক ৭০ লক্ষ টাকা বলে জানান পুলিশ। লরিটির সাথে লরি চালক কেও আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এই নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।
গাঁজা বিরোধী অভিযানে নেমে ত্রিপুরা পুলিশ প্রায়শই সাফল্য পাচ্ছে। বিশেষ করে রাজ্যের বিভিন্ন চেক পোস্ট গুলি তে এই গাঁজা বোঝাই লরি কিংবা ছোট বড় বিভিন্ন গাড়ি প্রায় সময় আটক হচ্ছে। রাজ্যে একদিকে যেমন নেশা মুক্তির ডাকে সাড়া দিয়ে নেশা বানিজ্যে লাগাম টানার চেষ্টা চালাচ্ছে পুলিশ তেমনি তাদের কে রীতিমতো বুড়ো আঙ্গুল দেখিয়ে একটা অংশ তাদের রমরমা বানিজ্য চালিয়ে যাচ্ছে। কিন্তু সচেতন মহলের সজাগ দৃষ্টি টপকে পাড় পাচ্ছে না কেউই। যার প্রমাণ মিলেছে আবারো। এদিন যে গাঁজা বোঝাই লরি টি আটক করা হয়েছে সেটি মেঘালয় রাজ্যের উদ্দেশ্যে বিপুল সংখ্যক গাঁজা নিয়ে রউনা হয়েছিল বলে জানায় লরির চালক। নিরন্তর এভাবেই রাজ্যের বিভিন্ন চেক পোস্ট গুলিকে ম্যানেজ করে বহু পাচারকারী গাঁজা পাচার করছে। কিন্তু দুর্ভাগ্য ক্রমে ধরা পরে গেল আজকের এই লরিটি।
এস পি সাহেব জানিয়েছেন এই নিয়ে তদন্ত জারি থাকবে। উল্লেখ্য গাড়িটিতে মজুদ গাজার বাজার মুল্য প্রায় ৭০ লক্ষাধিক টাকা।