Weather forecast Agartala
বঙ্গোবসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাব রাজ্যেও পড়বে। আগামি ২৬-২৭ মে রাজ্যে ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে বলে জানাল আবহাওয়া দপ্তর।
তীব্র দাবদাহ থেকে হয়তো রেহাই পেতে চলেছে রাজ্যবাসী। আবহাওয়া দফতর থেকে বজ্রবিদ্যুৎ ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। ২৬মে থেকে শুরু হতে পারে এই বৃষ্টিপাত। ২৬ মে দক্ষিণ জেলা সিপাহীজলা, গোমতী জেলাতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ২৭ মে উত্তর জেলা, ঊনকোটি জেলা, ধলাই, খোয়াই জেলাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ঝড়ো হাওয়া বইতে পারে। তবে ২৬ এবং ২৭মে পশ্চিম জেলা সহ গোটা রাজ্যেই ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।বৃহস্পতিবার হাওয়া দপ্তরের আবহাওয়াবিদ ডক্টর পার্থ রায় জানিয়েছেন, আগামী ২৬ মে ও ২৭মে রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাততের সম্ভাবনা তৈরি হয়েছে। এর জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া দপ্তর। এই দুদিন সমগ্র ত্রিপুরা রাজ্যেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ দমকা হওয়ারও সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে।তাছাড়া, আগামী ২৭মে পশ্চিম ত্রিপুরা, গোমতী, উত্তর, দক্ষিণ ও সিপাহীজলা জেলায় প্রতি ঘন্টায় প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্র বিদ্যুৎ সহকারে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলে প্রতিটি জেলাতেই প্রায় ৬৪ মিলিমিটারের থেকেও বেশি বৃষ্টিপাত হতে পারে। কিছু কিছু জায়গায় বৃষ্টির সাথে থাকতে পারে দমকা হাওয়া। তেমনি, ২৬ মে, দক্ষিণ ও গোমতী জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পার্থ বাবু। তিনি এদিন আরো জানান, টানা সময় ধরে রাজ্যে তাবপ্রবাহ চলছে। আবহাওয়া দফতর থেকে প্রতি দিনই তীব্র তাপ প্রবাহের সতর্কতা জারি করা হচ্ছে। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮.৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস বলে আবহাওয়া দফতর জানিয়েছে।আগামীকাল অর্থাৎ শুক্রবার সর্বোচ্চ ৩৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে বলে অনুমান করা হচ্ছে। অন্যদিকে ২৪ এবং ২৫ মে ত্রিপুরায় অধিকাংশ জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।