Vande Maataram Restricted in Sansad : কেন্দ্র সরকারের শীতকালীন রাজ্যসভার অধিবেশন শুরু হতে যাচ্ছে আগামী ১লা ডিসেম্বর থেকে। তার আগে প্রতিবারের মতোই সচিবালয়ের পক্ষ থেকে অধিবেশনের কিছু নিয়মাবলী নিয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। যার মধ্যে কিভাবে সাংসদ রা তাদের তথ্য পেশ করবেন, কোন দিকে তাকিয়ে কথা বলবেন ইত্যাদি নানা বিষয়ে নির্দেশনা দেওয়া হয়ে থাকে।
কিন্তু এবারের বিজ্ঞপ্তি বিশেষ ভাবে নজর কেড়েছে এবং সমালোচনার পাত্র হয়ে উঠেছে। তার কারণ এবারের অধিবেশনে ” বন্দে মাতরম ” এবং ” জয় হিন্দ” এর মতো শ্লোগান গুলো কে নিষিদ্ধ করা হয়েছে। সরকার পক্ষের দাবি এই শব্দগুলো ভারতের স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্য ও মাহাত্ম্য বহন করে। তাই অকারণে যে কোনো বক্তব্যের শেষেই এই ধরণের শ্লোগান এর গুরুত্ব কে কম করে এবং অধিবেশনের সময় নষ্ট করে।
উল্লেখ্য, এবছরই কেন্দ্র সরকার ঘটা করে ” বন্দে মাতরম” এর ১৫০ বছর পূর্তি উদযাপন করেছে। আর সেই সরকারই যখন এধরণের বিজ্ঞপ্তি জারি করছে তখন স্বাভাবিক ভাবেই তা তাদের মানসিকতা কে প্রশ্ন চিহ্নের মুখে ফেলছে। আর তাই এই নির্দেশনা কে তীব্র ভাষায় ধিক্কার জানিয়ে বিজেপি কে ব্রিটিশ সুলভ মানসিকতা পোষনের আখ্যা দিয়েছেন। ব্রিটিশ রাও একসময় এই স্লোগান গুলো সহ্য করতে পারতো না । আজ বিজেপির ও একই অবস্থা। এমনটাই বক্তব্য বিরোধী শিবিরের।
অন্যদিকে আরো একটা প্রশ্ন উঁকিঝুঁকি মারছে, রাজ্য সহ দেশব্যাপী যেখানেই সন্ত্রাসী কার্যকলাপ সংঘটিত হচ্ছে এবং তার সাথে বিজেপির নাম জুড়ে দেওয়া হচ্ছে সেই সর্ব ক্ষেত্রেই দুর্বৃত্তদের মুখে শোনা যাচ্ছে ” ভারত মাতা কি জয় ” কিংবা ” জয় শ্রী রাম ” এর শ্লোগান। প্রশ্ন হলো, মানুষের বাড়ি ঘর ভাঙতে গিয়ে, হামলা হুজ্জুতি চালাতে গিয়ে যখন শাসক আশ্রিত দুষ্কৃতিরাই এই শ্লোগান গুলো ব্যবহার করেন তখন কি ভারত মাতা কিংবা হিন্দুদের আরাধ্য ” শ্রী রাম ” এর অপমান হয় না ? জবাব আছে কি আরএসএস বিজেপির???
তবে বন্দে মাতরম ও জয় হিন্দ নিয়ে সচিবালয় যে নির্দেশিকা জারি করেছে তা নিয়ে তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছে কংগ্রেস ও তৃনমূল শিবির। কংগ্রেস এর প্রবক্তা এবং অন্যদিকে তৃনমূল এর মমতা ব্যানারজি উভয়েই একে নিন্দা জানিয়েছেন। বিজেপি আর এসএস ব্রিটিশ দের মতোই এই দুটি শ্লোগান কে সহ্য করতে পারে না বলেই তাদের মতামত। এই মুহূর্তে প্রশ্ন এটাই, আদৌ কি শ্লোগান দেওয়ায় সংসদের খুব বেশি সময় অপচয় হয় ? এই যুক্তি কি আদৌ গ্রাহ্য ? বন্দে মাতরম ও জয় হিন্দ শ্লোগান নিয়ে সোমবার থেকে শুরু হওয়া অধিবেশনে কি প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিরোধীরা ,সেটাও এখন দেখার বিষয়।



