খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 11 October 2025 - 06:44 PM
শনিবার, ১১ অক্টোবর ২০২৫ - ০৬:৪৪ অপরাহ্ণ

Unakoti Shraban Yatra : ঊনকোটিতে শ্রাবণ যাত্রা উপলক্ষে শিবভক্তির জোয়ারে গৌরবময় আয়োজন

Unakoti Shraban Yatra
1 minute read

Unakoti Shraban Yatra : শ্রাবণ মাসের পবিত্রতায় ডুব দিল ঊনকোটি জেলা, যেখানে প্রথমবারের মতো আয়োজিত হলো ‘শ্রাবণ যাত্রা’ ও ‘পবিত্র জলাভিষেক কর্মসূচি’। আয়োজনের মূল উদ্যোক্তা ছিল রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের ঊনকোটি জেলা শাখা।

সকালেই কৈলাসহরের দশমীঘাট থেকে শুরু হয় এই ভক্তিমূলক যাত্রা। ভগবান শিবের উদ্দেশ্যে জল সংগ্রহ করে শতাধিক শিবভক্ত পায়ে হেঁটে ও যানবাহনে রওনা দেন ঐতিহাসিক শৈবতীর্থ ঊনকোটি শিবমূর্তির পথে। এই যাত্রা শুধু ভক্তির নয়, ছিল আত্মশুদ্ধিরও—শিবের মূর্তিতে জল অর্ঘ্য নিবেদনের মাধ্যমে নিজের পাপ মোচন ও সমগ্র সমাজের মঙ্গল কামনা করেন ভক্তরা।

শুভ সূচনার আগে ভোরবেলায় কৈলাসহর টাউন কালীবাড়িতে সমবেত হন যাত্রাপথের অংশগ্রহণকারীরা। সেখান থেকে ধ্বনি, ঢাক ও শঙ্খধ্বনির মাঝে শোভাযাত্রা রওনা দেয় ঊনকোটির দিকে।

ভক্তদের এই সারি ছিল বিভিন্ন অঞ্চল থেকে আগত – রাঙ্গাউটি, যুবরাজনগর, চিড়াকুটি, পূর্ব দুর্গাপুর, শ্রীনাথপুর, পাখিরবাদা সহ পাহাড়ি ও চা বাগান অধ্যুষিত এলাকার বহু মানুষ এতে অংশগ্রহণ করেন।

এই অনুষ্ঠানিক যাত্রায় উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের রাজ্য সহ-সভাপতি দীপঙ্কর সিনহা, ঊনকোটি জেলা সভাপতি হেমেন্দ্রকুমার দে সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আয়োজকদের পক্ষ থেকে ভক্তদের জন্য প্রসাদ বিতরণ এবং সহযোগিতারও ব্যবস্থা করা হয়। এই উদ্যোগ শুধু আধ্যাত্মিকতা নয়, মানবিক সংবেদনাও ছড়িয়ে দেয় অংশগ্রহণকারীদের মধ্যে।

ঊনকোটিতে শিবভক্তির ঐতিহ্য আবার ফিরে এসেছে নতুন মাত্রায়। আয়োজকরা আশাবাদী, আগামী দিনে এই অনুষ্ঠান আরও বৃহৎ আকারে উদযাপন হবে এবং ঊনকোটি হয়ে উঠবে শ্রাবণযাত্রার অন্যতম প্রধান কেন্দ্রস্থল।

For All Latest Updates

ভিডিও