খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 29 October 2025 - 09:19 PM
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ - ০৯:১৯ অপরাহ্ণ

Umakanta English Medium School : রাজ্যের বনেদী স্কুলে জরাজীর্ণ অবস্থায় পরিকাঠামো, পাখা ভেঙ্গে পরে আহত দুই ছাত্র

Umakanta English Medium School
1 minute read

Umakanta English Medium School : শিক্ষা ব্যবস্থার পাশাপাশি এখন শিক্ষা প্রতিষ্ঠান গুলোর পরিকাঠামো গুলিও প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়েছে। কোথাও বিদ্যালয়ের ওয়াল ভেঙ্গে পড়ছে। কোথাও বিদ্যালয়ের হোল ঘরের ছাদে ফাটল ধরছে। আর এবার কিনা জীর্ণকায় পাখা ভেঙ্গে পরে গুরুতর আহত দুই ছাত্র।


আশ্চর্যয়ের বিষয় এই ঘটনা কোনো গ্রামাঞ্চলের স্কুলে নয় খোদ রাজধানী আগরতলার প্রাচীনতম বনেদী বিদ্যালয় উমাকান্ত একাডেমী তে ঘটেছে। আজ বুধবার উমাকান্ত একাডেমী ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে ঘটে যাওয়া এই ঘটনার পর অভিভাবক মহল সহ সর্বত্র নিন্দার ঝড় উঠেছে।

কারণ এই ঘটনার জন্যে সম্পূর্ণ ভাবে দায়ী স্কুল কর্তৃপক্ষ আর সে কথা তারা প্রকাশ্যে স্বীকার ও করেছেন।

উল্লেখ্য উমাকান্ত একাডেমীর বিভিন্ন ক্লাস গুলিতে দীর্ঘ দিন যাবত এই জরাজীর্ণ দশায় ধুঁকছে ফ্যান গুলো। বহুবার স্কুলের প্রধান শিক্ষক জানানোর পরেও উনার গাঁ হেলামির কারণে পাখা গুলিকে সাড়াই করা হয়নি। অতঃপর এই দুর্ঘটনা ঘটে গেল।


জানা যায় এদিন ক্লাস চলাকালীন আচমকা ঘূর্ণিয়মান অবস্থায় পাখা ভেঙ্গে পরে। এতে করে দুজন ক্লাস থ্রি তে পড়ুয়া ছাত্র গুরতর আহত হয়। সাথে সাথে তাদের অভিভাবকদের জানানো হয় এবং তাদের কে স্কুল কর্তৃপক্ষ হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে অভিভাবক মহলে।

রাজ্যের এহেন বনেদী স্কুলেই যদি শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা না থাকে তবে তা কতটা দুশ্চিন্তার বিষয়। এই প্রশ্ন তুলেই এদিন এই ঘটনার পরপর এসএফআই এর একটি প্রতিনিধি দল স্কুল কর্তৃপক্ষের সাথে দেখা করে তাদের কিছু দাবী সনদ উপস্থাপন করেন।

অভিযোগ স্কুলের হেড মাস্টার মশাই এর গাঁ হেলামির কারণেই এই ঘটনা ঘটেছে। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, সেদিকে নজর দিতে হবে স্কুল কর্তৃপক্ষ কে। রাজ্যের প্রতিটি স্কুলে যাতে শিক্ষার্থীদের নিরাপত্তা বজায় থাকে সেদিকে ও লক্ষ্য রাখা উচিৎ।

এদিন এসএফআই এর সদর বিভাগীয় কমিটির সম্পাদক সারং আচার্য প্রতিনিধি মূলক ডেপুটেশানে মিলিত হয়ে উক্ত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে স্মারক তুলে দেবার কথাটি জানান।

For All Latest Updates

ভিডিও