Udaipur TSR News : উদয়পুর মহকুমার রাধাকিশোরপুর থানার অধীন ডাকবাংলা রোড এলাকায় শুক্রবার রাতে এক চাঞ্চল্যকর ঘটনা সামনে আসে। রাত সাড়ে সাতটা নাগাদ রানা মজুমদারের ভাড়াটিয়া ঘরের বারান্দায় আগুনে দগ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ৩২ বছর বয়সি সুজন দাসকে। তিনি ত্রিপুরা স্টেট রাইফেলসের ১১ নম্বর ব্যাটেলিয়নের এক জওয়ান বলে জানা গেছে।
জানা গেছে হঠাৎই চিৎকার শোনার পর স্থানীয়রা বাইরে এসে দেখেন দগ্ধ শরীরে ছটফট করছেন সুজন দাস। মুহূর্তের মধ্যে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাড়ির লোকজন ও প্রতিবেশীরা দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং সঙ্গে সঙ্গে খবর পাঠান উদয়পুর অগ্নিনির্বাপক দপ্তরে।
সংবাদ পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় ফায়ার সার্ভিসের একটি দল। তারা সুজন দাসকে উদ্ধার করে তড়িঘড়ি গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান। জানা গেছে তার শরীরের বেশ বড় অংশই গুরুতরভাবে দগ্ধ হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, পরিস্থিতি আরও জটিল হলে উন্নত চিকিৎসার জন্য সুজনকে আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তর করা হতে পারে।
রাধাকিশোরপুর থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। সুজন দাসের স্ত্রীসহ আশপাশের প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী কারণে এই চরম বিপর্যয়—স্বেচ্ছায় আত্মদাহের চেষ্টা, নাকি অন্য কোনো কারণ—তা জানতে তদন্তকারীরা ঘটনাস্থল থেকে সংগ্রহ করেছেন বিভিন্ন প্রমাণও।
এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে —কীভাবে এমন মর্মান্তিক পরিস্থিতির তৈরি হল এবং সুজন দাসের পেছনে প্রকৃত ঘটনা ঠিক কী? তদন্ত শেষে সেই উত্তরই মিলবে বলে আশা করছেন স্থানীয়রা।



