খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Tuesday, 18 November 2025 - 05:47 PM
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ - ০৫:৪৭ অপরাহ্ণ

Udaipur News : খেলনা বন্দুক তুলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল এক শিশুর

Udaipur News
1 minute read

Udaipur News : গোমতী জেলার উদয়পুর মহকুমার অন্তর্গত জামজুরী গ্রাম পঞ্চায়েতের রাজধরনগর এলাকায় সোমবার ঘটে গেল এক হৃদয়বিদারক দুর্ঘটনা। মাত্র দুই বছরের শিশু শুভম সরকার খেলতে খেলতে পুকুরে পড়ে প্রাণ হারাল। ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির আঙিনায় খেলছিল ছোট্ট শুভম। খেলার ছলে তার হাতে থাকা প্লাস্টিকের বন্দুকটি পুকুরে পড়ে যায়। সেটি তুলতে গিয়েই শুভমের পা পিছলে যায় এবং মুহূর্তের মধ্যে সে পুকুরের জলে তলিয়ে যায়। কিছুক্ষণ পরেই পরিবার শিশুটিকে দেখতে না পেয়ে চারপাশে খোঁজ শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর পুকুরের জলে ভাসতে দেখা যায় তার নিথর দেহ।

ঘটনাস্থলেই আতঙ্ক ও কান্নার রোল পড়ে যায়। শুভমের মা তাকে দ্রুত পুকুর থেকে তুলে আনেন এবং তড়িঘড়ি গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা শুভমকে মৃত বলে ঘোষণা করেন। মুহূর্তেই গোটা পরিবার ভেঙে পড়ে।

শুভমের এই করুণ পরিণতি আবারও স্মরণ করিয়ে দিল, শিশুদের খেলার সময় অভিভাবকদের আরও সতর্ক থাকার প্রয়োজনীয়তা। এক মুহূর্তের অসাবধানতাই যে কীভাবে চিরস্থায়ী ক্ষতি ডেকে আনতে পারে, রাজধরনগরের এই মর্মান্তিক ঘটনাটি তারই দৃষ্টান্ত।

রাজধরনগরের এই মর্মান্তিক ঘটনাটি আমাদের সকলের জন্য এক গভীর শিক্ষা রেখে গেল। মাত্র দুই বছরের নিষ্পাপ শিশুর প্রাণহানিতে শোকস্তব্ধ গোটা গ্রাম। শুভমের মৃত্যু প্রমাণ করে, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা কতটা গুরুত্বপূর্ণ—বিশেষত যখন তারা খেলার ছলে বাড়ির আশপাশে বা জলের ধারে অবস্থান করে। এক মুহূর্তের অসতর্কতা যে কীভাবে চিরকালের দুঃখ বয়ে আনতে পারে, তা এই ঘটনায় স্পষ্ট হয়ে উঠেছে। সমাজ ও পরিবার—উভয়েরই উচিত ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে সচেতনতা বাড়ানো, যাতে আর কোনো পরিবারকে শুভমের মতো নিষ্পাপ প্রাণহানির বেদনা সহ্য করতে না হয়।

For All Latest Updates

ভিডিও