খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Monday, 27 October 2025 - 02:01 AM
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ - ০২:০১ পূর্বাহ্ণ

Udaipur Cpim Leader Attacked : একই বাম নেতার বাড়িতে ১৪ বার আক্রমন, রাজ্যে এ কোন সুশাসন?

Udaipur Cpim Leader Attacked
1 minute read

Udaipur Cpim Leader Attacked : জনমত হাড়িয়ে উন্মত্ত পাগল বিজেপি। তাই নিজদের গুন্ডা বাহিনী, বাইক বাহিনী, দুষ্কৃতী বাহিনী দের যখন তখন লেলিয়ে দিয়ে মানুষের বাড়ি ঘরে দোকান পাটে হামলা হুজ্জুতি চালাচ্ছে। বিরোধী দের এই অভিযোগ গুলো এখন আর অভিযোগ নয়। বরং ক্রমশই বাস্তব রূপ হিসেবেই ধরা দিচ্ছে।

বিশালগড়ে কয়েক মাস পূর্বে দিনের আলোতে এক বাম কর্মীর বাড়িতে ২ শতাধিক বিজেপি আশ্রিত দুর্বৃত্তের ডাকাতি ও হামলা হুজ্জুতির ঘটনার কোনো তদন্ত হয়নি। পুলিশ , প্রভাবশালী নেতাদের দাবড়ানি খেয়ে থানায় ঘাপটি মেরে বসে ছিল। ন্যায্য বিচার আজো পায়নি পরিবার টি। কারণ বিশালগড়ে চলছে দুষ্টের অপ শাসন।

এবার একই অপশাসনের ছবি ভেসে এলো উভয়পুর থেকে। এবার একই কায়দায় ১৫-২০ জন বিজেপি আশ্রিত দুষ্কৃতী মিলে সিপিআইএম পার্টির উদয়পুর বিভাগীয় কমিটির সদস্য,শালগড়া অঞ্চল কমিটির সম্পাদকের বাড়ী ভেঙে তছনছ করে দিয়েছে বলে খবর উঠে এসেছে।

শুক্রবার সন্ধ্যা ৭টায় সঙ্গ বদ্ধ ভাবে দুষ্কৃতিকারীরা নারায়ণ ঘোষের বাড়িতে এই আক্রমণ চালিয়ে ঘরের আসবাবপত্র সহ নতুন বাইক ভাঙচুর করে দিয়ে যায়। গালিগালাজ সহ তাকে প্রাণে মারার হুমকি দেয় অভিজুক্তেরা। এই ঘটনায় শালগড়া সহ গোটা উদয়পুরে বিজেপির বিরুদ্ধে ছি: ছি: রব উঠছে।

এই প্রথম বার নয়, নারায়ন বাবুর বাড়িতে ২০২৩ এর নির্বাচনের পর এই অব্দি প্রায় ১৪ বার আক্রমণ হয়েছে বলে দাবী উনার। এদিন উনি দলীয় এক কার্যক্রম সেরে বাড়ি ফিরতেই উনার বাড়িতে দল বল নিয়ে ঢুকে পরে আচমকা এই হামলা চালানো হয়। উনি কোনো ভাবে নিজের প্রাণ বাচালে ও উনার ঘরে আসবাব পত্র রক্ষা পায়নি।

যে শান্তি সম্প্রীতির রাজ্য গড়ার প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ক্ষমতায় আসে, তাঁর ঘুণাক্ষরেও তারা বাস্তবায়িত করতে পেরেছে কিনা সেই নিয়েই সন্দেহ। এক মন্ত্রী স্বীকার করেন কমিশন বাণিজ্যের কথা। অন্যদিকে আরেক মন্ত্রী কয়েক বছরেই কোটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ করছেন বিশাল অট্টালিকা। এই হিসেব রাখে কে ? দুর্নীতি গ্রস্থ ত্রিপুরা রাজ্যে একদিকে অনাহারে অর্ধাহারে মানুষের হাহাকার, অন্যদিকে অশান্তির বাতাবরণ। সব মিলিয়ে এই জোট সরকার অতিষ্ঠ করে তুলেছে জন জীবন, এমনটাই অভিযোগ করছেন এখন মানুষ।

For All Latest Updates

ভিডিও