খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 27 November 2025 - 01:31 AM
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ - ০১:৩১ পূর্বাহ্ণ

Udaipur Congress News : উদয়পুর অম্পি তে বিজেপি সিপিআইএম এর ঘরে থাবা বসিয়ে ভোটার দখলে নেমেছে কংগ্রেস

Udaipur Congress News
1 minute read

Udaipur Congress News : বিজেপি , মথা, সিপিআইএম – কাউকেই রেহাই নয়। এক বিন্দু জমি ও কারোর জন্যে ছাড় দেওয়া হবে না। সাম্প্রতিক কালে এমনই ঠারে ঠুরে বুঝিয়ে দিয়েছে কংগ্রেসীরা। বিভিন্ন অনুষ্ঠানে মঞ্চে ময়দানে বিজেপি সিপিআইএম কে তুলোধোনা করতে বিন্দু মাত্র সুযোগ হাত ছাড়া করছে না কংগ্রেস নেতারা। লক্ষ্য ২০২৮, লক্ষ্য ত্রিপুরায় সরকার গঠন। আর তাই দিকে দিকে নিজেদের সাংগঠনিক কর্মসূচী বৃদ্ধি করছে কংগ্রেস। ততসঙ্গে দলে টেনে নিচ্ছে বহু ভোটার দের।

মঙ্গলবার ছিল উদয়পুর মহকুমার অম্পি ব্লক এলাকায় কংগ্রেসের এক সুবিশাল মিছিল। শ্লোগান একটাই, “ভোট চোর, গদি ছোড়”। আর এই শ্লোগান কে সামনে রেখেই মিছিলে দলে দলে কংগ্রেসের পতাকা হাতে সামিল হয়েছেন বহু মানুষ। উদয়পুর শহর বরাবরই কংগ্রেসীদের ছিল। ২০১৮ তে খেলা পাল্টে গেলেও কংগ্রেস হাল ছারেনি। এখনো ময়দান দাপিয়ে বেড়াতে ক্ষমতা রাখেন তারা। তারই প্রমাণ দিচ্ছেন ক্ষণে ক্ষণে।

এদিন মিছিলে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা,CwC সদস্য বিধায়ক সুদীপ রায় বর্মণ, আদিবাসী কংগ্রেসের রাজ্য চেয়ারম্যান শব্দ কুমার জমাতিয়া, জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল প্রমুখ। মিছিল শেষে এদিন ব্লক কংগ্রেসের নতুন কার্যালয়ের উদ্বোধন হয়। এর পর সম্পন্ন হয় যোগদান পর্ব।

উল্লেখ্য, এদিন ৪২ পরিবারের ১৫৩ জন ভোটার বিজেপি – মথা – সিপিআইএম দল ছেড়ে কংগ্রেস এর পতাকা হাতে তুলে নেন। যা অম্পি ব্লক এলাকায় কংগ্রেসের শক্তি কে আরও এক ধাপ বাড়িয়ে তুলেছে। তাদের হাতে দলীয় পতাকা তুলতে দেন কংগ্রেস নেতৃত্বরা।

অম্পি এলাকা মূলত জনজাতি প্রধান এলাকা। যে জনজাতি দের কে গাদা গাদা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বিজেপি মথা বিগত কয়েক বছর যাবত শীত ঘুমে মগ্ন রাখতে চেয়েছে, যাদের কে ২৫ বছর বামেরা উন্নয়নের ধরা ছোঁয়ার বাইরে রেখছে সেই তারাই এখন কংগ্রেস কে বেছে নিচ্ছে বিকল্প হিসেবে। এমনটাই দাবী করছেন কংগ্রেসীরা।

আজকের এই যোগদান নিয়ে এবং আদিবাসী দের উন্নয়নে বিজেপি সরকারের শূন্য প্রয়াস নিয়ে বিস্তারিত আলোচনা করতে গিয়ে প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা রীতিমতো বিজেপি কে এক হাত নেন। আদিবাসী দের জন্যে বিজেপি সরকার যে কিছুই করতে পারেনি তার বিভিন্ন দিক তুলে ধরলেন আশিস বাবু। তবে সর্বোপরি, দিকে দিকে কংগ্রেসের ঘরে ভোটার দের এই যোগ দান আগামী দিনে রাজ্য রাজনীতি তে কংগ্রেস কে আরও বলিষ্ঠ করে তুলবে এটাই ইঙ্গিত মিলছে।

For All Latest Updates

ভিডিও